Purulia Municipality

শো কজ় নোটিস পাওয়ার পরও পরিষেবার অচলাবস্থা কাটল না পুরুলিয়া পুরসভায়, অসন্তুষ্ট নাগরিকেরা

যেখানে অপরিচ্ছন্ন রাস্তাঘাট, বেহাল নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহে অনিয়ম-সহ বহু অভিযোদ ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০২:১১
Share:

অচলাবস্থা পুরুলিয়া পৌরসভায়। ফাইল চিত্র।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফ থেকে শো কজ় নোটিস পাওয়ার পরও চিত্রটা খুব একটা বদলাল না পুরুলিয়া পুরসভার। ফলে অচলাবস্থা তৈরি হয়েছে পুরসভার অন্দরে। পুরপ্রতিনিধিদের সঙ্গে পুরপ্রধান নবেন্দু মাহালি বহুবার বৈঠকে বসলেও সমাধান কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

Advertisement

সূত্রের খবর, বেহাল পুরপরিষেবা এই অভিযোগে রাজ্য সরকারকে একটি চিঠি পাঠিয়েছিল নাগরিক সমাজ। যেখানে অপরিচ্ছন্ন রাস্তাঘাট, বেহাল নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহে অনিয়ম-সহ বহু অভিযোদ ছিল। সেই চিঠির ভিত্তিতে পুরুলিয়া পুরসভাকে শো কজ় করা হয়। তবে সেই শো কজ়ের উত্তর পাঠালেও তাতে সন্তুষ্ট নয় রাজ্য সরকার। নিত্যদিনের সমস্যার এখনও কোনও সমাধান হয়নি বলে জানান নাগরিকেরা।

পুরপ্রধান নবেন্দু জানান, পুরপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হলেও আলাদানের প্রদীপের মতো একদিনে শহররের চিত্র পরিবর্তন করা সম্ভব নয়। তাঁর জন্য সময় লাগবে। তিনি জানান, যত দ্রুত সম্ভব পুরপরিষেবা ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement