বাঁকুড়া পরিদর্শন করে গেলেন ডিজি

উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা-সহ জেলা পুলিশের প্রায় সমস্ত শীর্ষ কর্তা এবং জেলার প্রায় সব ক’টি থানার আইসি, ওসি এবং সিআই-রা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ০০:২২
Share:

পায়ে-পায়ে: রাইপুরে পুলিশ প্রধান। নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝাড়গ্রাম সফর সেরে ফেরার পথে বুধবার বাঁকুড়ার পুলিশ কর্তা ও আধিকারিকদের সঙ্গে বসে জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি খোঁজ নিয়ে গেলেন রাজ্যের পুলিশ প্রধান (ডিজি) সুরজিৎ কর পুরকায়স্থ। এ দিন রাইপুরের মটগোদায় বনবাংলোতে জেলা পুলিশের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন ডিজি। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা-সহ জেলা পুলিশের প্রায় সমস্ত শীর্ষ কর্তা এবং জেলার প্রায় সব ক’টি থানার আইসি, ওসি এবং সিআই-রা।

Advertisement

রাজ্য পুলিশের শীর্ষ কর্তা হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাঁকুড়া জেলা সফরে এর আগে বেশ কয়েকবার এলেও একক ভাবে পুলিশের সঙ্গে বৈঠক করতে এ বারই প্রথম জেলায় এলেন তিনি। বর্তমানে রাজ্যের জঙ্গলমহলে মাওবাদী সমস্যা কার্যত না থাকলেও জেলার জঙ্গলমহলের ব্লক রাইপুরকেই বৈঠকের জন্য বেছে নিয়েছেন ডিজি। জেলা পুলিশের একাংশের কথায়, ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া হয়ে এ দিন দুর্গাপুরে যান ডিজি। ঝাড়গ্রাম থেকে জেলায় ঢুকে প্রথমেই রাইপুর ব্লক পড়ে বলেই সেখানে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলার সমস্ত থানার কাজকর্ম কেমন চলছে, তা নিয়ে খোঁজ নেন ডিজি। পরিচয় করেন জেলা পুলিশের সমস্ত স্তরের পুলিশ কর্মীদের সঙ্গেই। ডিজিকে বনবাংলো প্রাঙ্গণে ‘গার্ড অব অনার’ দেয় বাঁকুড়া পুলিশ। জেলা পুলিশের বিশেষ সূত্রে জানা গিয়েছে, থানায় অভিযোগ জানাতে আসা মানুষের সঙ্গে পুলিশ কর্মীদের ভাল ব্যবহার করার নির্দেশ দিয়ে গিয়েছেন ডিজি। সমস্ত ওসি- আইসিদের নিজ নিজ দায়িত্ব পালন করার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। বাঁকুড়ার পুলিশ সুপার বলেন, “জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন ডিজি।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন