সব গ্রামে জলের দাবি

জেলার সব গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা ও ঢালাও মদের লাইসেন্স দেওয়ার বিরোধিতা করে পথে নামল মহিলা সাংস্কৃতিক সংগঠন। সোমবার সংগঠনের পক্ষ থেকে পুরুলিয়া শহরে মিছিল করে জেলা প্রশাসনের কাছে এই দাবি-সহ স্মারকলিপিও দেওয়া হয়। সংগঠনের পক্ষে রাজ্য কমিটির সদস্য সুনীতি ভট্টাচার্য জানান, পুরুলিয়ার গ্রামগুলিতে এখনও পানীয় জলের কোনও ব্যবস্থা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:২২
Share:

জেলার সব গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা ও ঢালাও মদের লাইসেন্স দেওয়ার বিরোধিতা করে পথে নামল মহিলা সাংস্কৃতিক সংগঠন। সোমবার সংগঠনের পক্ষ থেকে পুরুলিয়া শহরে মিছিল করে জেলা প্রশাসনের কাছে এই দাবি-সহ স্মারকলিপিও দেওয়া হয়। সংগঠনের পক্ষে রাজ্য কমিটির সদস্য সুনীতি ভট্টাচার্য জানান, পুরুলিয়ার গ্রামগুলিতে এখনও পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। কিছু গ্রাম রয়েছে, যেখানে এখনও গ্রামের মেয়েদের দু-তিন কিলোমিটার হেঁটে পানীয় জল নিয়ে আসতে হয়। তা ছাড়া এক কিলোমিটারের মধ্যে একাধিক মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সবুজবরন সরকার বলেন, ‘‘স্মারকলিপি পেয়েছি। যেগুলি আমাদের দেখার, তা দেখা হবে। আর স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement