অনুপমকে ঢুকতে ফের বাধা

চিঠির উত্তর জানতে গিয়ে, বিশ্বভারতী তাঁকে গেটে আটকে দিয়েছে বলে অভিযোগ করলেন বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগের প্রাক্তন অধ্যাপক তথা তৃণমূলের বোলপুর সাংসদ অনুপম হাজরা। নাছোড় সাংসদ, বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য অধ্যাপক স্বপন দত্ত সঙ্গে দেখা করতে পৌনে এগারোটা থেকে গেটের বাইরে অপেক্ষা করলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৭:২৬
Share:

চাকরি ফেরতের দাবি নিয়ে এসে ঢুকতে না পেরে গেটের বাইরেই বসে পড়লেন সাংসদ।— নিজস্ব চিত্র

চিঠির উত্তর জানতে গিয়ে, বিশ্বভারতী তাঁকে গেটে আটকে দিয়েছে বলে অভিযোগ করলেন বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগের প্রাক্তন অধ্যাপক তথা তৃণমূলের বোলপুর সাংসদ অনুপম হাজরা। নাছোড় সাংসদ, বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য অধ্যাপক স্বপন দত্ত সঙ্গে দেখা করতে পৌনে এগারোটা থেকে গেটের বাইরে অপেক্ষা করলেন। অন্যদিকে সোমবার বিকেলে প্রেস রিলিজে তার বক্তব্য স্পষ্ট করেছে বিশ্বভারতী। বিশ্বভারতীর যুগ্ম কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায়ের দেওয়া ওই প্রেস রিলিজে বিশ্বভারতীর দাবি, ‘‘শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ চিঠির উত্তর পাঠানো হলেও, অফিসের সময় শেষ হয়ে গিয়েছে জানিয়ে চিঠি নিতে অস্বীকার করে সাংসদের দফতর।’’

Advertisement

এ দিন দিনভর কার্যত কেন্দ্রীয় দফতরের কখনও মুখ্য গেটে আবার কখন মেলার মাঠ লাগোয়া গেটে অপেক্ষা করলেন সাংসদ। বিকেল সাড়ে চারটে নাগাদ অবশ্য কেন্দ্রীয় দফতরে গিয়ে কথা বলেন অনুপম। প্রসঙ্গত উল্লেখ্য, চাকরিতে পুনর্বহালের দাবিতে চলতি মাসের তিন তারিখ বিশ্বভারতীর উপাচার্যের দফতরের সামনে কয়েক ঘণ্টা ধর্নায় বসেন সাংসদের বাবা। তাঁদের আর্জি নিয়ে একটি কমিটি গঠন করা-সহ চিঠির উত্তর দেওয়ার আশ্বাসে ধর্না প্রত্যাহার করেন অনুপমবাবুর বাবা। সোমবার অনুপমবাবুর দাবি, ‘‘চিঠির উত্তর পেতে, এ দিন উপাচার্য সঙ্গে দেখা করে কথা বলার ছিল। গেটে ঢোকার মুখে বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীরা পথ আগলায়। এক জন সাংসদ তথা বিশ্বভারতীর কোর্ট মেম্বারকে কি কারণে আটকাল বুঝতে পারছি না। প্রোটোকল কমিটি-সহ সংসদের একাধিক জায়গায় ঘটনার কথা জানিয়েছি।’’ এ দিন রাত পর্যন্ত অনুপমবাবু অপেক্ষা করেছেন বিশ্বভারতী চত্বরেই। রাত সাড়ে আটটা নাগাদ উপাচার্যের আশ্বাস পেয়ে তিনি চলে যান।

বিশ্বভারতী সূত্রের খবর, অসম বিশ্ববিদ্যালয় শিলচর থেকে ২০১৩ সালে লিয়েনে এসে বিশ্বভারতীর শ্রীনিকেতনের সমাজকর্ম বিভাগে অধ্যাপকের কাজে যোগ দেন অনুপম হাজরা। বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে জয়ী হন। অনুপমবাবুর অভিযোগ, বেআইনি ভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছে। চাকরিতে পুনর্বহালের দাবিতে, বিশ্বভারতী কর্তৃপক্ষকে বার কয়েক চিঠি দেন। অনুপমবাবুর আর্জির প্রেক্ষিতে, ইতিমধ্যেই বিশ্বভারতীর সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি কর্ম সমিতির নির্দেশে একটি সাব কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করছে।

Advertisement

বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য অধ্যাপক স্বপন দত্ত বলেন, ‘‘ওনাকে আজ, মঙ্গলবার সাব কমিটির কমিটির সঙ্গে দেখা করে নিজের বক্তব্য জানাতে বলা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন