রাস্তায় পাশে চার অচৈতন্য

রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়েছিল চারজন। তাঁদের মধ্যে পরে একজনের মৃত্যু হল। সোমবার রাতে বাঁকুড়া সদর থানার ধলডাঙা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই চারজনের পরিচয় জানা যায়নি। ধলডাঙায় বাঁকুড়া-বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে পুলিশ তাঁদের উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার একজনের মৃত্যু হয়। মাদক দ্রব্য খাইয়ে তাঁদের অচৈতন্য করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০০:৫৮
Share:

রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়েছিল চারজন। তাঁদের মধ্যে পরে একজনের মৃত্যু হল। সোমবার রাতে বাঁকুড়া সদর থানার ধলডাঙা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই চারজনের পরিচয় জানা যায়নি। ধলডাঙায় বাঁকুড়া-বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে পুলিশ তাঁদের উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার একজনের মৃত্যু হয়। মাদক দ্রব্য খাইয়ে তাঁদের অচৈতন্য করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, চারজনই লরিতে চালক ও খালাসির কাজ করেন। ভিন্্ রাজ্য থেকে দু’টি লরি নিয়ে তাঁরা কলকাতা যাচ্ছিলেন। পথে তাঁদের মাদক দ্রব্য খাইয়ে লরি ছিনতাই করে দুষ্কৃতীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন