আলো জ্বালিয়ে চুরি ঝালদায়

তালাবন্ধ ঘরের বাইরে আলো জ্বালিয়ে, জানালা খুলে অভিনব কায়দায় রাতের অন্ধকারে পুলিশের ঘরের জিনিসপত্র হাতাল চোরের দল। শনিবার ভোররাতে ঝালদা পুরএলাকার ৩ নম্বর ওয়ার্ডের মণ্ডপ পাড়া এলাকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝালদা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ০০:০২
Share:

তালাবন্ধ ঘরের বাইরে আলো জ্বালিয়ে, জানালা খুলে অভিনব কায়দায় রাতের অন্ধকারে পুলিশের ঘরের জিনিসপত্র হাতাল চোরের দল। শনিবার ভোররাতে ঝালদা পুরএলাকার ৩ নম্বর ওয়ার্ডের মণ্ডপ পাড়া এলাকার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে এমন অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে, সেই বাড়ির কর্তা পুরুলিয়া জেলা পুলিশ লাইনে কর্মরত। কাজের সূত্রে তিনি পরিবার নিয়ে পুরুলিয়া শহরে থাকেন। মণ্ডপ পাড়ার এই বাড়িটি তালাবন্ধই থাকে। যখন তিনি বাড়ি ফেরেন, তখন রাতে বাড়িতে থাকলে তিনি এ ভাবেই বাড়ির বাইরের আলো জ্বেলে রাখেন এবং ঘরের জানালাও খুলে রাখেন। সেটাই লক্ষ্য করেছিল দুষ্কৃতীরা। যাতে কারও সন্দেহ না জাগে গৃহকর্তা এলে বাড়িতে যা করেন, সে ভাবেই আলো জ্বালিয়ে রেখেছিল চোরেরা।

কয়েকটি বাড়ি পরেই ওই পুলিশ কর্মীর দাদার বাড়ি রয়েছে। কিন্তু কেউই টেন পাননি ওই বাড়িতে রাতে সাফ করে নিয়ে গিয়েছে চোরেরা। শনিবার সকালে ওই বাড়ির বাইরে আলো জ্বলতে দেখে তাঁরা ভাবেন, বুঝি গৃহকর্তা অনেক রাত করে ফিরেছেন। তাই ঘুমাচ্ছেন। বেলা গড়াতেও আলো নেভেনি দেখে তাঁদের সন্দেহ হয়। ওই পুলিশ কর্মীর ভাইপো সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘কাকা কখনও সখনও রাত করে বাড়ি ফেরেন। তখন বাড়ির বাইরের আলো জ্বেলে, জানলা খুলে শুয়ে পড়েন। কিন্তু এ দিন অনেক বেলা পর্যন্ত আলো না নেভানোয় ওই বাড়িতে গিয়ে দেখি দরজার তালা ভাঙা। মনে খটকা লাগে। ভিতরে ঢুকে দেখি, বড় টিভিটা নেই। জিনিসপত্র তছনছ হয়ে রয়েছে। পোশাকও নেই। বুঝি চোরের দল কারসাজি করে চুরি করেছে।’’ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন