সরকারি প্রকল্পে বাড়ির উদ্বোধন

‘আমার বাড়ি, আমার ঘর’ প্রকল্পের আওতায় পুর বাসিন্দাদের একাংশের হাতে বাড়ি তুলে দিলেন এলাকার বিধায়ক তথা মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০১:০০
Share:

নতুন ঘর। রবিবার বোলপুরে তোলা নিজস্ব চিত্র।

‘আমার বাড়ি, আমার ঘর’ প্রকল্পের আওতায় পুর বাসিন্দাদের একাংশের হাতে বাড়ি তুলে দিলেন এলাকার বিধায়ক তথা মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। রবিবার বিকেলে বোলপুরের ৮ নম্বর ওয়ার্ডের জিলেপিতলা শিশু শ্মশান এলাকায় একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে বাড়ি প্রাপকদের হাতে চাবি তুলে দেন তিনি।

Advertisement

বোলপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভার ২০টি ওয়ার্ডে ওই প্রকল্পের বেশ কিছু বাড়ি তৈরি করা হয়েছে। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ ওমর বলেন, ‘‘মোট ৩ লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়ে ওই বাড়িগুলি বানানো হয়েছে। প্রাথমিক ভাবে তালিকায় ২৯৯ জনের নাম রয়েছে। প্রথম দফায় ৬০ এবং দ্বিতীয় দফায় ৮০টি বাড়ির কাজ হবে।’’ প্রকল্পের মধ্যে ২০টি বাড়ির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ১০টি বাড়ির কাজ শেষ হয়ে গিয়েছে।

এ দিন বাসিন্দা সারথি দলুই হাতে আনুষ্ঠানিক ভাবে ওই প্রকল্পে তৈরি বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে। এ দিনের ওই অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, ‘‘পুরভোটে গরিব বাসিন্দাদের মাটির বাড়ির পরিবর্তে পাকা বাড়ির কথা দেওয়া হয়েছিল। সরকারি নিয়ম নীতি মেনে তালিকায় নাম থাকা পুর এলাকার বাকি বাসিন্দাদের বাড়ির কাজ দ্রুত শেষ করে তাঁদের হাতেও তুলে দেওয়া হবে।’’ এ দিনের অনুষ্ঠানে হাজির সারথি দলুই বলেন, ‘‘২৫ হাজার টাকা দিয়েছিলাম। রান্নাঘর, বাথরুম-সহ নিজের জায়গায় একতলা দু’কামরার বাড়ি পেয়েছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন