পরিদর্শনে পুরপ্রধান

জেলা সদর হয়েও বাঁকুড়া বাসস্ট্যান্ডের অবস্থা যে কী করুণ, বর্ষায় তা আরও বেশি প্রকট হয়ে উঠেছে। রবিবার সেই গোবিন্দনগর বাসস্ট্যান্ড পরিদর্শন করলেন বাঁকুড়ার পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন পুরসভার পূর্ত দফতরের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্বরূপ আঠা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:১৫
Share:

জেলা সদর হয়েও বাঁকুড়া বাসস্ট্যান্ডের অবস্থা যে কী করুণ, বর্ষায় তা আরও বেশি প্রকট হয়ে উঠেছে। রবিবার সেই গোবিন্দনগর বাসস্ট্যান্ড পরিদর্শন করলেন বাঁকুড়ার পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন পুরসভার পূর্ত দফতরের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্বরূপ আঠা। বাসস্ট্যান্ডের নিকাশি ব্যবস্থার হাল, যাত্রী প্রতীক্ষালয় ও রাস্তাঘাট তাঁরা ঘুরে দেখেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসকর্মী সংগঠনের সঙ্গেও কথা বলেন। সম্প্রতি আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে বর্ষায় জলকাদায় ভরে যাওয়া বাসস্ট্যান্ডের ছবি প্রকাশিত হয়। পরিদর্শন শেষে মহাপ্রসাদবাবু বলেন, “বাসস্ট্যান্ডের অবস্থা যে বেহাল তা অস্বীকার করার জায়গা নেই। তবে আগামী পাঁচ বছরের মধ্যে নতুন রূপে বাসস্ট্যান্ডটিকে গড়ে তোলাই আমাদের লক্ষ। তাই ইঞ্জিনিয়ার নিয়ে এসে প্রাথমিক ভাবে অবস্থাটা দেখে গেলাম।” বাসস্ট্যান্ডের উন্নয়নের জন্য শীঘ্রই বাসমালিক সমিতি, বাসস্ট্যান্ডের ব্যবসায়ী ও বাসকর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন বলে তিনি জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement