Coronavirus

‘মাস্ক’ ছাড়াই ফের পশুহাটে

এ দিন হাটে গিয়ে এমনই অভিজ্ঞতা হয়েছে ঝালদার পুরপ্রশাসক তথা বিদায়ী পুরপ্রধান প্রদীপ কর্মকারের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝালদা শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০১:৫৮
Share:

‘মাস্ক’ নেই কেন? ঝালদার পুরপ্রশাসকের প্রশ্ন বাসিন্দাকে। নিজস্ব চিত্র

সাত দিনের ব্যবধান। কিন্তু ঝালদার সাপ্তাহিক পশুহাটের ছবিটা এই মঙ্গলবারেরও পাল্টানো না। সামাজিক দূরত্বের বিধিকে শিকেয় তুলে ‘মাস্ক’ ছাড়াই হাট চত্বরে ঘোরাঘুরি করতে দেখা গেল অধিকাংশ মানুষজনকে। এমনকি, মুখে কাপড় বা গামছা ঢাকা দিতেও দেখা যায়নি। এ দিন হাটে গিয়ে এমনই অভিজ্ঞতা হয়েছে ঝালদার পুরপ্রশাসক তথা বিদায়ী পুরপ্রধান প্রদীপ কর্মকারের।

Advertisement

এ দিন দুপুরে হাতে ‘স্যানিটাইজ়ার’-এর বোতল নিয়ে আচমকা ওই পশুহাটে যান প্রদীপবাবু। তাঁর দাবি, ‘‘হাটে সামাজিক দূরত্বের বালাই দেখা যায়নি। ঘেঁষাঘেষি করেই ক্রেতারা কেনাকাটা করেছেন। অধিকাংশ মানুষজনের মুখে ‘মাস্ক’ ছিল না। অথচ, ‘মাস্ক’ অনেকের পকেটেই ছিল। আমাকে দেখে পকেট থেকে বার করে তড়িঘড়ি ‘মাস্ক’ আঁটতে দেখেছি অনেককে।’’

তাঁর আশঙ্কা, ‘‘এ দিন ওই হাটে যা দেখলাম, তা উদ্বেগের। স্বাস্থ্যবিধি কিছুই মানা হচ্ছে না। এমনটা চলতে দেওয়া যায় না। হাট কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। প্রয়োজনে প্রশাসনের উপর মহলেও বিষয়টি নিয়ে কথা বলা হবে।’’

Advertisement

সামাজিক দূরত্ব মেনে এবং ‘মাস্ক’ পরে হাটে আসার জন্য সোমবারই ঝালদার বিভিন্ন এলাকায় মাইকে প্রচার চালিয়েছিলেন হাট কর্তৃপক্ষ। কিন্তু সে প্রচার যে বিশেষ কাজে আসেনি, এ দিন তা দেখা গিয়েছে। হাট কর্তৃপক্ষের তরফে ম্যানেজার রঞ্জিত রায় বলেন, ‘‘কেউ কেউ স্বাস্থ্য বিধি মানছেন না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’’

এ দিন ঝালদা এলাকার নতুনডি গ্রাম থেকে গবাদি পশু কিনতে হাটে এসেছিলেন ফটিকচন্দ্র মাহাতো। ‘মাস্ক’ পরেননি কেন? জানতে চাওয়ায় সঙ্গে সঙ্গে পকেট থেকে ‘মাস্ক বার করতে করতে বলেন, ‘‘খুব গরম লাগছে। তাই একটু আগেই খুলে রেখেছি।’’ গলায় ঝুলতে থাকা গামছা মুখে বেঁধে ফল বিক্রেতা মথুর কান্দু বলেন, ‘‘দিন কয়েক আগে বাজার থেকে একটা ‘মাস্ক’ কিনেছিলাম। নষ্ট হয়ে যাওয়ায় আর কেনা হয়নি।’’

বাঁশের তৈরি জিনিসপত্র নিয়ে হাটে আসা হেঁটজামলহর গ্রামের সরস্বতী কালিন্দীর মুখেও ‘মাস্ক’ ছিল না। পুরপ্রশাসক নজরদারি চালাচ্ছেন শুনে শাড়ির আঁচলে কোনও রকমে মুখ ঢেকে তিনি বলেন, ‘‘পরের বার যখন হাটে আসব, অবশ্যই ‘মাস্ক’ পরে আসব।’’

এক সপ্তাহ আগেও হাটে এমনই দৃশ্য দেখা গিয়েছিল। তা নিয়ে বিতর্ক শুরু হয়। এসডিও (ঝালদা) সুশান্ত ভক্ত এ দিন বলেন, ‘‘পুরসভা, পুলিশ থেকে সংশ্লিষ্ট সকলকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন