গ্রামে ঢুকে প্রথমে চিত্তরঞ্জনের ঘরে

বৃহস্পতিবার ঝালদার জারগো এলাকায় দলীয় মিছিলে হাজির ছিলেন জ্যোতির্ময়বাবু। মিছিল ইলু গ্রামে ঢুকতেই তিনি সোজা চলে যান ওই গ্রামে প্রাক্তন সাংসদের বাড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝালদা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ০১:১৯
Share:

প্রাক্তন ফব সাংসদের বাড়িতে বিজেপি প্রার্থী। নিজস্ব চিত্র

পুরুলিয়া কেন্দ্রের প্রয়াত ফরওয়ার্ড ব্লক সাংসদ চিত্তরঞ্জন মাহাতোর বাড়ি গিয়ে তাঁর স্ত্রীকে প্রণাম করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।

Advertisement

বৃহস্পতিবার ঝালদার জারগো এলাকায় দলীয় মিছিলে হাজির ছিলেন জ্যোতির্ময়বাবু। মিছিল ইলু গ্রামে ঢুকতেই তিনি সোজা চলে যান ওই গ্রামে প্রাক্তন সাংসদের বাড়িতে। তাঁর স্ত্রী সত্তর ছুঁইছুঁই আরতি মাহাতোর পায়ে হাত ছুঁইয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। বাড়িতে তখন অন্যদের সঙ্গে গল্প করছিলেন আরতিদেবী। পরে তিনি বলেন, ‘‘ছেলেটা এসেছিল। ওকে আশীর্বাদ করেছি।’’ আর জ্যোতির্ময়বাবুর প্রতিক্রিয়া, ‘‘এটা আমাদের পরম্পরা। বড়দের আশীর্বাদ আমাদের চলার পথে পাথেয়। ওঁর পা ছুঁয়ে প্রণাম করেছি। উনিও আমাকে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন।’’

১৯৭৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত পুরুলিয়া কেন্দ্রের সাংসদ ছিলেন চিত্তরঞ্জনবাবু। সাংসদ থাকাকালীনই তাঁর মৃত্যু হয়। চিত্তরঞ্জনবাবুর ছেলে দেবরঞ্জন শিক্ষকতার সঙ্গে যুক্ত। ফরওয়ার্ড ব্লকের ঝালদা জোনাল সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। বিজেপি প্রার্থী তাঁর বাড়িতে এসেছিলেন শুনে দেবরঞ্জনবাবুর প্রতিক্রিয়া, ‘‘এই সংস্কৃতিই আমাদের গর্ব।’’ তিনি আরও বলেন, ‘‘রাজনীতির বাইরেও জ্যোতির্ময়ের পরিবারের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক আছে। ওর বাবা একসময় আমাদের পার্টির পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। পার্টির সাংগঠনিক দায়িত্বও পালন করেছিলেন বহু দিন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন