Cabinet minister for Home Affairs

‘বহিরাগত’ মন্তব্য নিয়ে কটাক্ষ মন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের বেশ কয়েকটি আসনের দায়িত্ব নরোত্তম মিশ্রকে দিয়েছেন বিজেপি-র শীর্ষ নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ০৩:১৯
Share:

ইলামবাজারে নরোত্তম মিশ্র। বুধবার। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

‘বহিরাগত’ তত্ত্বকে হাতিয়ার করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। বুধবার বিকেলে ইলামবাজারে ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘দিদি বলছেন, পশ্চিমবঙ্গে বাইরে থেকে লোকজন আসছে। আমি বলি, যাঁরা ভারতের বাইরে থেকে এসে এখানে রয়েছেন, তাঁরা আজ এখনকার বাসিন্দা হয়ে গিয়েছেন। অথচ আমরা ভারতের মধ্যে থেকেও দিদির চোখে বহিরাগত হয়ে গিয়েছি।’’

Advertisement

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের বেশ কয়েকটি আসনের দায়িত্ব নরোত্তম মিশ্রকে দিয়েছেন বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি তিনি পূর্ব বর্ধমানেও একাধিক কর্মসূচি সেরেছেন। এ বার বীরভূমে এলেন। এ দিন বাইক-মিছিল ও ফুল চন্দনের মালা দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান দলীয় কর্মীরা।

ইলামবাজারে বিজেপি কার্যালয়ের কাছে একটি পথসভার আয়োজন করা হয়। সেই সভা থেকেই তৃণমূলকে কটাক্ষ করেন নরোত্তম। তাঁর দাবি, ‘‘ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের কলাকুশলীদের নিয়ে এসে প্রচার করাতে পারেন, তখন তাঁরা ভারতীয়। আর এখন আমরা এ রাজ্যে এলে ওঁর চোখে বহিরাগত! আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ এর জবাব দেবে।’’

Advertisement

সভা শেষে সাংবাদিক সম্মেলনে মধ্যপ্রদেশের মন্ত্রী দাবি করেন, তৃণমূলের অনেকেই দল ছাড়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। কিছুদিন ধৈর্য ধরুন, তার মধ্যেই অনেকে দল ছেড়ে চলে যাবেন।

এ দিন ইলামবাজারে সভায় উপস্থিত ছিলেন বিজেপি-র বীরভূম জেলার পর্যবেক্ষক বিবেক সোনকর, জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ অনেকে। পথসভার পরে সন্ধ্যায় বোলপুরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন নরোত্তম। বিধানসভা নির্বাচনে দলের কর্মীরা কী ভাবে কাজ করবেন, তা নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement