Migrant Labour Death

মহারাষ্ট্রে ফের এ রাজ্যের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

কী ভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবারের দাবি, হাসপাতালের তরফেও তাদের কিছু জানানো হয়নি। শুক্রবারই তাঁর দেহ বীরভূমে গ্রামের বাড়িতে এসে পৌঁছোয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৪
Share:

মৃত পরিযায়ী শ্রমিক নইমুদ্দিন শেখ। — ফাইল চিত্র।

মহারাষ্ট্রে আবার বাংলার এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। মুম্বইয়ে কাজে গিয়ে মৃত্যু হয়েছে বীরভূমের নলহাটির বাসিন্দা নইমুদ্দিন শেখের। কী কারণে মৃত্যু, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তবে পরিবারের দাবি, খুন করা হয়েছে নইমুদ্দিনকে। অভিযোগের তির এক নির্মাণ সংস্থার মালিকের দিকে।

Advertisement

নলহাটির ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নইমুদ্দিন। তবে ২০০০ সাল থেকে কর্মসূত্রে বাইরে বাইরেই থাকতেন। ছুটিতে বাড়ি আসতেন। পরিবার সূত্রে খবর, মুম্বইয়ের ভান্ডু এলাকায় ঠিকাদারের কাজ করতেন তিনি। গত রবিবার নইমুদ্দিনের সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর বাবা গোলামউদ্দিন শেখের। তার পর থেকে আর যোগাযোগ হয়নি। গত মঙ্গলবার নইমুদ্দিনের পরিবার জানতে পারে, ভান্ডুর এক হাসপাতালে তাদের পুত্রের মৃতদেহ রয়েছে। শুক্রবার দেহ পৌঁছোয় নলহাটির গ্রামের বাড়িতে।

কী ভাবে নইমুদ্দিনের মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবারের দাবি, হাসপাতালের তরফেও তাদের কিছু জানানো হয়নি। গোলাম জানান, মুম্বইয়ের এক নির্মাণ সংস্থার থেকে আট লক্ষ টাকা পেতেন নইমুদ্দিন। বার বার টাকা চেয়েও পাননি। উল্টে হুমকি দেওয়া হয়েছে তাঁকে। গোলামের অভিযোগ, টাকা চাওয়ার কারণে প্রাণ দিতে হল তাঁর পুত্রকে। তাঁর কথায়, ‘‘আমার সঙ্গেই ২০০০ সালে কাজে গিয়েছিল নইমুদ্দিন। আমি ফিরে আসলেও ও সেখানেই কাজ করত। টাকার জন্য আমার ছেলেকে খুন করা হল। ওর মোবাইল, সব নথি কেড়ে নেওয়া হয়েছিল। ওই সংস্থার মালিকের শাস্তি চাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement