হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার দুই অভিযুক্তই। — প্রতীকী চিত্র।
হরিদেবপুরের গণধর্ষণের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ওই অভিযুক্তকে টালিগঞ্জ এলাকা থেকে ধরা হয়। এর আগে এই ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ।
গত ৬ সেপ্টেম্বর হরিদেবপুর থানায় এক তরুণী গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল পুলিশ। এফআইআরে দুই অভিযুক্তের নাম ছিল। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, তাঁর এক বন্ধুর সঙ্গে গত ৫ সেপ্টেম্বর মালঞ্চ এলাকার এলাকার এক বাড়িতে গিয়েছিলেন। সেখানে আর এক বন্ধুর জন্মদিনের পার্টি ছিল বলে জানতেন তিনি। তবে ওই বাড়িতে গিয়ে দেখেন ওই দুই বন্ধু ছাড়া আর কেউ নেই। অভিযোগ, সেখানেই তাঁকে দুই বন্ধু মিলে ধর্ষণ করেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে পলাতক ছিলেন দুই অভিযুক্ত।
অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজ শুরু করে হরিদেবপুর থানার পুলিশ। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও করা হয়। ঘটনার কয়েক দিন পর বর্ধমান স্টেশন থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে অধরা ছিলেন অপর অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সওয়া ২টো নাগাদ টালিগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে শুক্রবার আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে সূত্রের খবর।