আবার কলকাতায় গণধর্ষণের অভিযোগ উঠল কলকাতায়। এ বারের ঘটনাস্থল হরিদেবপুর থানার অন্তর্গত এলাকা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও এফআইআরে নাম থাকা দুই অভিযুক্তের খোঁজ মেলেনি। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, শনিবার হরিদেবপুর থানায় এক তরুণী গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআর অনুসারে, ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, তাঁর এক বন্ধুর সঙ্গে শুক্রবার মালঞ্চ এলাকার এলাকার এক বাড়িতে গিয়েছিলেন। সেখানে আর এক বন্ধুর জন্মদিনের পার্টি ছিল বলে জানতেন তিনি। তবে ওই বাড়িতে গিয়ে দেখেন ওই দুই বন্ধু ছাড়া আর কেউ নেই। অভিযোগ, সেখানেই তাঁকে দুই বন্ধু মিলে ধর্ষণ করেন।
শনিবার সকালে হরিদেবপুর থানায় দুই তরুণের নামে অভিযোগ দায়ের করেন তরুণী। ঘটনার পর থেকে পলাতক দুই যুবক। ‘নির্যাতিতা’র অভিযোগ, তাঁকে জোর করে শুক্রবার ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তবে প্রথমে তিনি তাঁর বক্তব্যে জানিয়েছিলেন, স্বেচ্ছায় ফ্ল্যাটে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের ভিতর রক্ষীর ঘরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এই ঘটনায় গ্রেফতার করা হয় কলেজেরই দুই ছাত্র এবং এক প্রাক্তনীকে। বয়ানে অসঙ্গতি থাকায় কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছিল পুলিশ। ইতিমধ্যেই তদন্তকারীরা এই ঘটনার চার্জশিট জমা দিয়েছে। তাতে রয়েছে ধৃত চার জনের নাম। কসবার পর এ বার হরিদেবপুরে গণধর্ষণের অভিযোগ উঠল।