নাবালিকার বিয়ে বন্ধ

সদ্য মাধ্যমিক পাশ করা এক নাবালিকার বিয়ে বন্ধ করল চাইল্ড লাইন। আজ বুধবার বরাবাজারের এক যুবকের সাথে ওই নাবালিকার বিয়ের হওয়ার কথা ছিল। তার আগেই মঙ্গলবার জেলা চাইল্ড লাইনের প্রতিনিধিরা পুলিশ নিয়ে বরাবাজার থানা এলাকার ওই কিশোরীর বাড়িতে পৌঁছয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০০:১৪
Share:

সদ্য মাধ্যমিক পাশ করা এক নাবালিকার বিয়ে বন্ধ করল চাইল্ড লাইন। আজ বুধবার বরাবাজারের এক যুবকের সাথে ওই নাবালিকার বিয়ের হওয়ার কথা ছিল। তার আগেই মঙ্গলবার জেলা চাইল্ড লাইনের প্রতিনিধিরা পুলিশ নিয়ে বরাবাজার থানা এলাকার ওই কিশোরীর বাড়িতে পৌঁছয়। চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর দীপঙ্কর সরকার বলেন, ‘‘আমরা খবর পাই ওই গ্রামের সদ্য মাধ্যমিক পাশ করা এক নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা মেয়ের বাবাকে বোঝাই ১৮ বছরের নীচে মেয়েকে বিয়ে দেওয়া বেআইনি। তাছাড়া ওই বয়সের মেয়ে শারীরিক ও মানসিক ভাবে বিয়ের উপযুক্তও নয়। তিনি জানিয়েছেন, মেয়ের বয়েস ১৮ হওয়ার পরেই তিনি বিয়ে দেবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement