আরও দু’দিন পুলিশি হেফাজত সুদীপের

আরও নথি উদ্ধার হওয়ার সম্ভাবনা এবং অভিযুক্ত প্রভাবশালী—এই দুই তত্ত্বে ফের জামিন নাকচ হল পুরুলিয়ার বিরোধী কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের। রবিবার ফের কড়া নিরাপত্তায় বিধায়ককে আদালতে তোলে পুলিশ। এ দিন তাঁর আরও দু’দিন পুলিশি হেফাজতের নির্দেশ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ০০:৫৮
Share:

আদালতে তোলা হচ্ছে বিধায়ককে। রবিবারের নিজস্ব চিত্র।

আরও নথি উদ্ধার হওয়ার সম্ভাবনা এবং অভিযুক্ত প্রভাবশালী—এই দুই তত্ত্বে ফের জামিন নাকচ হল পুরুলিয়ার বিরোধী কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের। রবিবার ফের কড়া নিরাপত্তায় বিধায়ককে আদালতে তোলে পুলিশ। এ দিন তাঁর আরও দু’দিন পুলিশি হেফাজতের নির্দেশ হয়।

Advertisement

রবিবার বিধায়ককে আদালতে তোলার সময়ে উপস্থিত কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থকেরা তাঁর সমর্থনে শ্লোগান দিতে থাকেন। সুদীপবাবুর আইনজীবী অরূপ ভট্টাচার্য জামিনের আবেদন জানান। সরকারি আইনজীবী অরুন মজুমদার তাঁর বিরোধিতা করে ধৃতের আরও তিনদিন পুলিশি হেফাজত চান। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অনিতা তামাং দু’দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। বিধায়কের আইনজীবি এ দিন অনন্ত বন্দ্যোপাধ্যায় পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্টে স্ববিরোধিতা রয়েছে বলে দাবি করেন। তাঁর দাবি, এ দিন রিপোর্টের এক জায়গায় বলা হয়েছে অভিযুক্তের হেফাজতে আর কোনও নথি নেই। সেখানেই আবার বলা হয়েছে বিধায়ক পুলিশকে জানিয়েছেন যদি তাঁকে সুযোগ দেওয়া হয় তাহলে আরও নথি দেবেন।

আদালত থেকে পুলিশের গাড়িতে ওঠার আগে এ দিন ফের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন সুদীপবাবু। তিনি বলেন, ‘‘শুধু পুরসভা নয়, জেলার সর্বক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর আগে কী অবস্থা ছিল, এখন কী হয়েছে সবাই জানেন। প্রতিবাদ করলেই শাসকের সুনজরে আসার জন্য এ ভাবে মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হবে। পুরসভার চেয়ারম্যান বা কাউন্সিলরদের কাজকর্মও তদন্ত করে দেখা দরকার।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন