ঝাড়খণ্ডের মন্দিরে। —নিজস্ব চিত্র।
শনিবার ঝাড়খণ্ডের রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরে পুজো দিলেন তৃণমূল সাংসদ মুকুল রায়। শুক্রবার সন্ধ্যায় সস্ত্রীক মুকুলবাবু পুরুলিয়ায় পৌঁছন। তবে এ বারে পুজো দিতে এসে কোনও অতিথি নিবাসে ওঠেননি তিনি। ছিলেন পুরুলিয়া মফস্সল থানা এলাকার চাষমোড়ে এক পরিচিতের বাড়িতে। শনিবার সকালে সেখান থেকেই তাঁরা ছিন্নমস্তা মন্দিরের উদ্দেশে রওনা হন।
এর আগের বার ওই মন্দিরে পুজো দিতে এসে মুকুলবাবু ঝালদার একটি অতিথি নিবাসে উঠেছিলেন। সেই সময়ে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। কোনও তৃণমূল নেতাই মুকুলবাবুর সঙ্গে সে বার দেখা করতে যাননি। এ দিন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো, দলের জেলাস্তরের নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়, জয়পুরের বিধায়ক শক্তিপদ মাহাতো-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতানেত্রী মুকুলবাবুর মন্দিরে গিয়ে পুজো দেন। শান্তিরামবাবু বলেন, ‘‘এটি কোনও রাজনৈতিক সফর নয়। উনি পুজো দিতেই এসেছিলেন।’’
পুজো দেওয়ার পরে মুকুলবাবু এবং তাঁর স্ত্রী নিজের হাতে পূণ্যার্থীদের ভোগের খিচুড়ি ও পায়েস পরিবেশন করেন।