Purulia Double Murder Case

বাড়ির উঠোনে পিটিয়ে মেরে ফেলা হল দম্পতিকে! পুরুলিয়ায় জোড়া খুনে গ্রেফতার প্রতিবেশী

শুক্রবার দুপুরে পুরুলিয়ার বলরামপুর থানার হাড়াত গ্রামে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। দুই প্রতিবেশীর ঝগড়া থেকে খুনোখুনি হয়েছে। ঘটনায় একজন গ্রেফতার হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ২০:৩৯
Share:

—প্রতীকী চিত্র।

দুই পরিবারের বাদানুবাদ এবং সেখান থেকে মারামারি। শেষে এক প্রতিবেশীর হাতে খুন হলেন এক দম্পতি। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার হাড়াত গ্রামে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতির নাম হাঁড়িরাম সিংহ সর্দার (৬৩) এবং বিন্দেশ্বরী সিংহ সর্দার (৫৫)। দম্পতিকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন ঘটক সিংহ সর্দার নামে এক যুবক।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে পুরুলিয়ার বলরামপুর থানার হাড়াত গ্রামে ঘটক এবং হাঁড়িরামের বাগ্‌বিতণ্ডা হয়। সেই সময় উত্তেজিত হয়ে ঘটক বাড়ি থেকে লাঠি বার করে এনে হাঁড়িরামকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে ছুটে যান হাঁড়িরামের স্ত্রী বিন্দেশ্বরী সিংহ। তখন তাঁর উপরেও লাঠির ঘা পড়ে বলে অভিযোগ। বাড়ির উঠোনে রক্তাক্ত হয়ে দম্পতি লুটিয়ে পড়লে পালিয়ে যান ঘটক।

Advertisement

প্রতিবেশীরা ওই দম্পতিকে বলরামপুরের বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা হাঁড়িরামকে মৃত বলে ঘোষণা করেন। বিন্দেশ্বরীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু সেখানে তাঁকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি অভিযুক্তকে খুঁজে বার করে। গ্রেফতার হন তিনি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement