নেপালি যুবককে খুনের অভিযোগ

এক নেপালি যুবককে খুনের অভিযোগ উঠল সাঁইথিয়ায়। শনিবার সকালে সাঁইথিয়া এক নম্বর ওয়ার্ডের নতুন ব্রিজের কাছে, লাউতোড়ের পূর্ব পাড়ার ঘটনা। পুলিশ জানায়, নিহত যুবকের নাম রমেশ রাই (২৮)। তবে এলাকায় ওই যুবক বাইচুং নামেই বেশি পরিচিত ছিল। ওই যুবকের বাড়ির উঠোন থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। এ দিনই নিহতের পরিবার থানা।য় খুনের অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:২৬
Share:

এক নেপালি যুবককে খুনের অভিযোগ উঠল সাঁইথিয়ায়। শনিবার সকালে সাঁইথিয়া এক নম্বর ওয়ার্ডের নতুন ব্রিজের কাছে, লাউতোড়ের পূর্ব পাড়ার ঘটনা। পুলিশ জানায়, নিহত যুবকের নাম রমেশ রাই (২৮)। তবে এলাকায় ওই যুবক বাইচুং নামেই বেশি পরিচিত ছিল। ওই যুবকের বাড়ির উঠোন থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। এ দিনই নিহতের পরিবার থানা।য় খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাঁকে খুন করে থাকতে পারে। দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান পাঠানো হয়েছে। বাইচুং এর ভাই দীপকেরও দাবি, ‘‘দাদাকে কেউ বা কারা খুন করেছে। অপরাধীদের খুজে বের করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পেশায় টুকুটাকি ব্যবসা করত বাইচুং। বছর চারেক আগে তাঁর বিয়ে হয়। তাঁদের একটা তিন বছরের মেয়ে রয়েছে। সে স্ত্রী ও মেয়েকে নিয়ে লাউতোড়ের নিজেদের বাড়িতে থাকলেও, ঘটনার দিন সে বাড়িতে একাই ছিল। দীপকবাবু জানান, বৌদি ও ভাইজি কিছুদিন হয়েছে বাবার বাড়ি গিয়েছেন। ক’দিন ধরে দাদা ওই বাড়িতে একাই থাকত। মা ও আমি কামাড়পাড়ায় ভাড়া বাড়িতে থাকি। এ দিন সকালে শুনছি দাদা মারা গিয়েছেন। মরে উঠোনে মরে পরে আছে।’’ তাঁর দাবি, ‘‘দাদাকে কেউ বা কারা খুন করেছে। কারণ পুলিশ, যখন দাদার দেহ উদ্ধার করে তখন দাদার শরীরে কোনও পোষাক ছিল না। বাড়ির উঠোনে নগ্ন অবস্থায় দাদার দেহ পড়েছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement