Purulia: সাফাই, জলসঙ্কট মেটানোয় গুরুত্ব

বৃহস্পতিবার পুরুলিয়ার পুর-প্রশাসকের দায়িত্ব নিয়ে এ কথা জানালেন নবেন্দু মাহালি।

Advertisement

নিজস্ব সংবাদাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ০৬:৪৫
Share:

পুরপ্রশাসকের দায়িত্ব নবেন্দুবাবুর হাতে তুলে দিলেন মৃগাঙ্কবাবু। নিজস্ব চিত্র।

পুরুলিয়া শহরের সাফাইয়ের সমস্যা ও পানীয় জলের সঙ্কট মোকাবিলাকেই সব চেয়ে বেশি গুরুত্ব দিতে চান, বৃহস্পতিবার পুরুলিয়ার পুর-প্রশাসকের দায়িত্ব নিয়ে এ কথা জানালেন নবেন্দু মাহালি। এ দিন বিদায়ী প্রশাসক মৃগাঙ্ক মাহাতোর কাছ থেকে তিনি পুরসভার দায়িত্বভার গ্রহণ করেন। তার আগে, নবেন্দুবাবু শহরের প্রাক্তন পুরপ্রধানদের সঙ্গে দেখা করেন। নবেন্দুবাবু বলেন, ‘‘সিপিএমের দুই প্রাক্তন পুরপ্রধান কৃষ্ণপদ বিশ্বাস ও বিনায়ক ভট্টাচার্য এবং কংগ্রেসের সৈয়দ শাকিল আহমেদ ও তৃণমূলের সামিমদাদ খানের সঙ্গে দেখা করেছি। পুরসভার দৈনন্দিন কাজকর্ম পরিচালনা নিয়ে তাঁদের অভিজ্ঞতা রয়েছে। তাঁরা কী ভাবে ভাবে কাজ করেছেন, কোথায় অসুবিধা— এ সব নিয়ে কথা বলেছি।’’

Advertisement

দু’বারের পুরপ্রধান ও এক বারের বিরোধী দলনেতা কৃষ্ণপদবাবু বলেন, ‘‘আমাদের সময়ে শহর যে অবস্থায় ছিল, এখন তার থেকে অনেকখানি বদলে গিয়েছে। তবে কাজের ধরন মোটামুটি একই রয়েছে। আজও শহরে সাফাইয়ের সমস্যা রয়ে গিয়েছে। পানীয় জলের সমস্যা খানিকটা মিটলেও পুরোপুরি সমাধান হয়নি। নবেন্দুর সঙ্গে আমার এ নিয়ে কথা হয়েছে।’’ তিনি জানান, সাফাই বিভাগে যা কর্মী রয়েছে, তাতে সমস্যা হওয়ার কথা নয়। কর আদায়ের উপরেও জোর দিতে হবে।

আর এক প্রাক্তন পুরপ্রধান বিনায়ক ভট্টাচার্য বলেন, ‘‘সাফাই সমস্যাই আমাদের প্রধান সমস্যা। কুলটি ও পানিহাটি পুরসভার সাফাই বিভাগের কাজকর্ম আমরা দেখে এসেছিলাম। সেখানে যে ভাবে কাজ হয়, তা দেখে আমরাও চেষ্টা করেছিলাম। প্রতিটি বাড়িতে বালতি দিয়েছিলাম। বাড়ি-বাড়ি আবর্জনা সংগ্রহ করার উদ্যোগও নেওয়া হয়। কিন্তু সফল হইনি। নবেন্দুর সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেছি।’’

Advertisement

নবেন্দুবাবু বলেন, ‘‘সাফাইয়ের সমস্যা কী ভাবে সমাধান করা যায়, সেটাই আমার প্রধান লক্ষ্য। এই শহর এখন পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। তাই শহরকে সাফসুতরো রাখাটা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যেই পড়ে। জলের যেটুকু সমস্যা রয়েছে, তা-ও শেষ করতে হবে।’’ পুরপ্রশাসকমণ্ডলীর সদস্যদের মধ্যে মৌসুমী ঘোষ, রেবতীরমণ টুডু ও বিদায়ী পুরপ্রশাসকমণ্ডলীর সদস্যেরা হাজির ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement