টাকা বরাদ্দ হয়ে গিয়েছে, পার্ক পাচ্ছে পারগেলা 

বিডিও (বান্দোয়ান) শুভঙ্কর দাস বলেন, ‘‘বছরের প্রত্যেক দিনেই পর্যটকদের এখানে আনাগোনা রয়েছে। পর্যটকদের মনোরঞ্জনের জন্য পারগেলা জলাধারের পাশেই পার্ক তৈরি করা হবে। অর্থও বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বান্দোয়ান শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

প্রান্তর: জলাধারের সামনে এই জায়গাতেই তৈরি হবে পার্ক। ছবি: রথীন্দ্রনাথ মাহাতো

বান্দোয়ানের প্রাকৃতিক পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তুলতে একগুচ্ছ প্রকল্প নিয়েছে প্রশাসন। সেই প্রকল্পের অঙ্গ হিসাবে বান্দোয়ানে ব্লক সদর লাগোয়া পারগেলা জলাধারের পাশে একটি জমিতে পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ব্লক প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দও হয়ে গিয়েছে।

Advertisement

বিডিও (বান্দোয়ান) শুভঙ্কর দাস বলেন, ‘‘বছরের প্রত্যেক দিনেই পর্যটকদের এখানে আনাগোনা রয়েছে। পর্যটকদের মনোরঞ্জনের জন্য পারগেলা জলাধারের পাশেই পার্ক তৈরি করা হবে। অর্থও বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে।’’

বান্দোয়ানের শাল জঙ্গল ঘেরা সাত গুড়ুম নদীর তীরে দুয়ারসিন পর্যটকদের সব সময় আকর্ষণ করে। দুয়ারসিনি ছাড়াও বান্দোয়ান থেকে চার কিমি দূরেই রয়েছে পারগেলা জলাধার। সেই জলাধারের পাশেই সোন্দার্যায়ন করার দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর।

Advertisement

বান্দোয়ান ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুই একর জায়গার উপরে এই পার্ক গড়ে উঠবে। এক পাশে বাচ্চাদের খেলাধুলোর সরঞ্জাম থাকবে। অন্য পাশে থাকবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রীর স্টল, প্রজাপতি উদ্যান প্রভৃতি। বাটারফ্লাই গার্ডেনে থাকবে বিভিন্ন রকমারি প্রজাপতি। ওধষি বাগানে থাকবে আমলকি, হরিতকি, লেমন গ্র্যাস ইত্যাদি। পার্ক পরিচালনার দায়িত্বে থাকবেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

এই পার্ক তৈরি কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানা গিয়েছে। সে জন্য জঙ্গলমহল অ্যাকশন প্ল্যান থেকে অর্থ বরাদ্ধ করে একটি জমিকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে এই কাজ শুরু করতে চলেছে প্রশাসন। এই ব্লক সদরে ছোটদের খেলার পার্কও ছিল না। এটি তৈরি হলে পর্যটকদের পাশাপাশি এলাকার মানুষও সুফল পাবেন বলে আশাবাদী বান্দোয়ান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন