TMC: সমিতিতে শাসকদল, সভাপতি পদে প্রতুল

কুর্সির প্রধান দুই দাবিদার ছিলেন প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি সুদর্শন মাহাতো ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি প্রতুল মাহাতো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ০৮:৪৮
Share:

প্রতুল মাহাতো। নিজস্ব চিত্র।

পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন তৃণমূলের প্রতুল মাহাতো।

Advertisement

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পরে, বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেসের রামজীবন মাহাতো বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসেছিলেন। চলতি বছরের ১৫ জুন রামজীবনবাবু শারীরিক অসুস্থতায় প্রয়াত হন। তার আগেই, বিজেপির পাঁচ সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। বিজেপি সমর্থিত বোর্ড সংখ্যালঘু হয়ে পড়ে। কুর্সির প্রধান দুই দাবিদার ছিলেন প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি সুদর্শন মাহাতো ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি প্রতুল মাহাতো। জেলা কমিটি নির্দিষ্ট সময়ে মুখবন্ধ খামের মাধ্যমে নামের অনুমোদন জানানোর সিদ্ধান্ত নেয়।

শুক্রবার বেলা ১১টা নাগাদ দলের দুই কো-অর্ডিনেটর সুষেণ মাঝি ও মিনু বাউড়ি বরাবাজারে গিয়ে দলীয় নেতাদের হাতে সেই খাম দেন। এ দিন ব্লক অফিসের সভাঘরে তৃণমূলের ১৯ জন ও বিজেপির আট জন সদস্য উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের যদুপতি মাহাতো সভাপতি পদে প্রতুল মাহাতোর নাম প্রস্তাব করেন। আর এক সদস্য ভদ্রনারায়ণ মাহাতো সমর্থন করেন। কেউ বিরোধিতা না করায় প্রতুলবাবু সভাপতি পদে নির্বাচিত হন। এসডিও (মানবাজার) শুভজিৎ বসু বলেন, ‘‘বরাবাজারে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন নির্বিঘ্নে হয়েছে।’’ তিনি জানান, নির্বাচন পরিদর্শনের জন্য জেলা থেকে এক জন এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা করেন বিডিও (বরাবাজার) মাসুদ রাইহান ও যুগ্ম-বিডিও উত্তম মান্না।

Advertisement

তৃণমূলের জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, ‘‘এ বার বরাবাজারে উন্নয়নের গতি বৃদ্ধি পাবে।’’ প্রতুলবাবু বলেন, ‘‘প্রথমেই জলের সঙ্কট মেটানোর চেষ্টা করব।’’ প্রাক্তন ব্লক সভাপতি সুদর্শন মাহাতো অবশ্য বলেন, ‘‘পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনে দলের পক্ষ থেকে ঠিক মূল্যায়ন হয়নি।’’ বিজেপির বরাবাজারের মণ্ডল সভাপতি অক্ষয়কুমার মাহাতোর বক্তব্য, ‘‘আমরা উন্নয়নের কাজে সব সময় পাশে আছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement