জঙ্গলে পোঁতা প্রৌঢ়ার দেহ উদ্ধার

অযোধ্যা পাহাড়ের জঙ্গলে মাটি খুঁড়ে এক প্রৌঢ়ার দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বারনি হেমব্রম (৫৫)। তাঁর বাড়ি বাঘমুণ্ডি থানার ছাতনি গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঘমুণ্ডি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ০০:৫৬
Share:

অযোধ্যা পাহাড়ের জঙ্গলে মাটি খুঁড়ে এক প্রৌঢ়ার দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বারনি হেমব্রম (৫৫)। তাঁর বাড়ি বাঘমুণ্ডি থানার ছাতনি গ্রামে। শুক্রবার বিকেলে অযোধ্যা পাহাড়ের উপরে থাকা ওই গ্রাম থেকে দেড় কিলোমিটার দূরে কোটালমারার জঙ্গলের মাটি খুঁড়ে প্রৌঢ়ার দেহ উদ্ধার করে পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, ‘‘ওই মহিলা কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাতনি গ্রামের এই প্রৌঢ়া গত গত আটদিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর স্বামী আগেই মারা গিয়েছেন। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাননি বাড়ির লোতজন। তখন ওই গ্রামেরই বাসিন্দা প্রৌঢ়ার সম্পর্কের ভাইপো লালদেব হেমব্রমের উপরেই বাড়ির লোকের সন্দেহ হয়। অভিযোগ, তাঁকে চেপে ধরতেই ওই ব্যক্তি স্বীকার করেন, তিনিই বারনিদেবীকে খুন করেছেন। কোথায় দেহ পুঁতে রেখেছেন তাও জানান। এরপরেই ওই মহিলার দেওর শ্রীজল হেমব্রম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ শুক্রবার বিকেলে পাহাড়ের জঙ্গলে গিয়ে মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের গলায় একটি দড়ি পেঁচানো ছিল। তাদের সন্দেহ, এই দড়ি দিয়েই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারনিদেবীরই ভাইপো লালদেব হেমব্রম ও তাঁর নাবালক ছেলে, পড়শি ঘাসিরাম হেমব্রম, চন্দ্র হেমব্রম ও কোয়েল ওরফে মেথর হেমব্রমকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের পাঁচজনকেই শনিবার আদালতে তোলা হলে চারজনকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আর ওই নাবালককে আদ্রার একটি হোমে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, ‘‘খুনের ঘটনায় মূল অভিযুক্ত লালদেব হেমব্রম। অন্যেরা মহিলার দেহ পোঁতার কাজে সাহায্য করেছিল। তবে খুনের কারণ এখনও পরিষ্কার নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন