পথ নিরাপত্তা সপ্তাহে মৃত্যু বিনা হেলমেটে

দুই জেলাতে পুলিশ যখন পালন করছে ২৮তম পথনিরাপত্ত সপ্তাহ, তিনটি পৃথক দুর্ঘটনায় প্রাণ দিয়ে হেলমেট না পরার মাসুল চোকালেন তিন যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ০০:৪৬
Share:

জেলা পুলিশের উদ্যোগে ২৮ তম পথ নিরাপত্তা সপ্তাহে মিছিল পুরুলিয়া শহরে। রবিবারের নিজস্ব চিত্র।

দুই জেলাতে পুলিশ যখন পালন করছে ২৮তম পথনিরাপত্ত সপ্তাহ, তিনটি পৃথক দুর্ঘটনায় প্রাণ দিয়ে হেলমেট না পরার মাসুল চোকালেন তিন যুবক। প্রথম ঘটনাটি রবিবার দুপুরে, হুড়া থানা এলাকায় পুরুলিয়া-বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কের। পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কে পাশাপাশি মোটরবাইক চালিয়ে গল্প করতে করতে যাচ্ছিলেন কয়েক জন বন্ধু। জামবাদের কাছে অসাবধানতায় দু’টি মোটরবাইকে ঠোক্কর লেগে যাওয়ায় একটি মোটরবাইক থেকে দু’জন ছিটকে পড়েন। সেই সময় হুড়ার দিক থেকে আসা একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক জন ঘটনাস্থলেই মারা যান। অন্য জনকে আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই দু’জনের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। তবে তাঁরা মোটরবাইকের সওয়ার হয়ে যাচ্ছিলেন বলে অনুমান। অন্যেরা দুর্ঘটনার পরে মোটরবাইকগুলি নিয়ে চম্পট দেয়। তাঁদের খোঁজ করছে পুলিশ।

Advertisement

শনিবার রাতে ঝালদায় মৃত্যু হয়েছে আরও এক মোটরবাইক চালকের। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অজিত কান্দু (৩৬)। বাড়ি ঝালদা থানা এলাকার দেওয়ানডেরা গ্রামে। ওই যুবক পেশায় গাড়ি চালক। খবর পেয়ে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে। পাশেই পড়েছিল মোটরবাইকটি। মাথায় হেলমেট ছিল না। ওই যুবককে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে মোটরবাইক নিয়ে ধাক্কা মেরে ছিটকে পড়েছিলেন ওই যুবক।

অন্যদিকে, হেলমেট ছাড়া মোটরবাইকে সওয়ার হয়ে বাঁকুড়াতেও পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। জখম হয়েছেন আরও দু’জন। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-ছাতনা সড়কের বাঁকুড়া সদর থানার গৌরিপুর এলাকায়। মৃত ও জখম যুবকদের নাম উদ্ধার করতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিন জনেই ছাতনা থানা এলাকার বাসিন্দা। সবার বয়স আনুমানিক তিরিশ বছরের মধ্যে।

Advertisement

এ দিন একটি মোটরবাইকে চড়ে ওই তিন জন ছাতনা থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। কারও মাথায় হেলমেট ছিল না বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। পথে গৌরিপুর মোড় এলাকায় পথের বাঁকে কোনও ভাবে উলটে যায় মোটরবাইকটি। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। বাকি দু’জনকে গুরুতর জখম অবস্থায় বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন