জপমালির মারপিটের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে শনিবার রাতে গ্রেফতার করল পুলিশ। তল্লাশি চালিয়ে জপমালি গ্রামে বাড়ি থেকেই বরুণ ধীবরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মেজিয়ার জপমালি মোড়ে দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় গুলিতে জখম হন গ্রামেরই বাসিন্দা মিলন কেশ। তার ভাই অরবিন্দ কেশকে বন্দুকের বাঁটে করে মাথায় মারা হয়। দু’জনেই দুর্গাপুরের বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। ঘটনার পরে মিলনবাবুর ভাই অমিত কেশ থানায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যার মধ্যে অন্যতম বরুণ। যদিও মূল অভিযুক্ত তথা মেজিয়ার বাসিন্দা রাজু দুবের হদিশ অবশ্য পুলিশ পায়নি। আজ রবিবার ধৃতকে বাঁকুড়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।