Rape

জমিতে ধান রোপণের কাজ করতে গিয়ে ধর্ষিত জনজাতি তরুণী! গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের দুই মহিলার সঙ্গে বৃহস্পতিবার নির্যাতিতা জমিতে ধান রোপণের কাজ করতে গিয়েছিলেন। দুপুরে অন্য দুই মহিলা বাড়ি চলে যান। সে সময়ে ওই তরুণী জমিতে একাই ধান রোপণ করছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ২৩:০৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ক্ষেতে ধান রোপণের কাজ করার সময়ে জনজাতি তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকায়। অসুস্থ অবস্থায় তরুণীকে ভর্তি করানো হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করানো হলে তাঁকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের দুই মহিলার সঙ্গে বৃহস্পতিবার নির্যাতিতা জমিতে ধান রোপণের কাজ করতে গিয়েছিলেন। দুপুরে অন্য দুই মহিলা বাড়ি চলে যান। সে সময়ে ওই তরুণী জমিতে একাই ধান রোপণ করছিলেন। অভিযোগ, সেখানে তিন স্থানীয় যুবক হাজির হন। তাঁদের মধ্যে এক যুবক তরুণীকে জমির আলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। তরুণীর পরিবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

বৃহস্পতিবার রাতেই এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতার এক আত্মীয়া বলেন, ‘‘আমরা এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছি।’’ বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, ‘‘নির্যাতিতার পরিবারের অভিযোগে এক জনের নাম রয়েছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় অপর কেউ যুক্ত রয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement