তাকিয়ে পুরুলিয়া

আজ মমতার উন্নয়ন-বৈঠক

তৃণমূল সরকারের দ্বিতীয় ইনিংসে আজ বুধবার পুরুলিয়ায় প্রথম জেলা প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রাজ্যের বিভিন্ন দফতরের এক ঝাঁক সচিব বৈঠকে থাকবেন। বৈঠকে থাকার কথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০৩:২৫
Share:

নজরবন্দি। পুরুলিয়ার সার্কিট হাউস চত্বরে।—নিজস্ব চিত্র

তৃণমূল সরকারের দ্বিতীয় ইনিংসে আজ বুধবার পুরুলিয়ায় প্রথম জেলা প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রাজ্যের বিভিন্ন দফতরের এক ঝাঁক সচিব বৈঠকে থাকবেন। বৈঠকে থাকার কথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। থাকবেন জেলার দুই মন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডুও। জেলা পরিষদের ও পঞ্চায়েত সমিতিগুলির নির্বাচিত জনপ্রতিনিধিদেরও থাকারও কথা ওই বৈঠকে।

Advertisement

মঙ্গলবার বিকেলে হাওড়া থেকে তিনি ট্রেনে পুরুলিয়ার উদ্দেশে রওনা দেন। তাঁকে দেখতে বিভিন্ন স্টেশনে মানুষের ভিড় ভেঙে পড়ে। অনেকে তাঁকে দেখে হাত নাড়তে থাকেন। মমতাও ট্রেন থেকে পাল্টা হাত নাড়েন জনতার উদ্দেশ্যে।

তাঁর এই সফর ঘিরে পুরুলিয়া স্টেশন থেকে সার্কিট হাউস, শহরের মূল পথগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, বুধবারের বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান নেবেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় এসে পিছিয়ে পড়া পুরুলিয়ার মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত কাজ তিনি শুরু করেছিলেন, তার কী অবস্থা, তা সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

Advertisement

জেলাশাসক তন্ময় চক্রবর্তী বলেন, ‘‘প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।’’

প্রশাসন সূত্রের খবর, বৈঠকের ফাঁকে জয়পুর ব্লকের আঘপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী। ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর তিনি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ৩২.২৯ কোটি টাকা ব্যয়ে এই ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে উঠেছে। এর পাশাপাশি সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি নবনির্মিত ভবনেরও উদ্বোধন করার কথা তাঁর। জয়চণ্ডী পাহাড় যুব আবাস, বিদ্যুৎ দফতরের কেন্দা ও সাঁতুড়ির সাবস্টেশনেরও উদ্বোধন করা হবে। হুড়া ব্লকে পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়কের ধারে ‘পথের সাথী’ এবং বলরামপুরের বাঁশগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন