কন্যাশ্রীর সাফল্যে উচ্ছ্বসিত সাঁইথিয়া

লের প্রধান শিক্ষক প্রদীপকুমার চট্টোপাধ্যায় জানান, মল্লিকা তাঁদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে। তাই স্কুলের পক্ষ থেকেও ওকে সংবর্ধনা জানানো হবে। উচ্ছ্বসিত মল্লিকা বলে, ‘‘স্কুলের সম্মান বাড়াতে পেরে খুব খুশি। স্যারদের উৎসাহেই এমনটা হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ১০:৩০
Share:

কন্যাশ্রী বিষয়ক কবিতা লিখে রাজ্যে তৃতীয় হয়েছে এক স্কুল ছাত্রী। পোস্টার এবং কবিতা লিখে ব্লক এবং জেলাস্তরে বিভিন্ন স্থান অধিকার করেছে আরও ১৭ জন ছাত্রী। সামগ্রিক বিচারে জেলায় দ্বিতীয় হয়েছে অধীনস্থ একটি কলেজ। স্বাভাবিক ভাবেই সাঁইথিয়া ব্লক জুড়ে বইছে এখন খুশির হাওয়া।

Advertisement

ব্লক প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলায় কন্যাশ্রী বিষয়ক কবিতা লিখে রাজ্যে তৃতীয় হয়েছে স্থানীয় জিউই তরঙ্গিনী হাইস্কুলের নবম শ্রেণির মল্লিকা পাল। একই সঙ্গে সে জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। স্কুলের প্রধান শিক্ষক প্রদীপকুমার চট্টোপাধ্যায় জানান, মল্লিকা তাঁদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে। তাই স্কুলের পক্ষ থেকেও ওকে সংবর্ধনা জানানো হবে। উচ্ছ্বসিত মল্লিকা বলে, ‘‘স্কুলের সম্মান বাড়াতে পেরে খুব খুশি। স্যারদের উৎসাহেই এমনটা হয়েছে।’’

শুধু ওই ছাত্রী নয়। কন্যাশ্রীর উপরে কবিতা কিংবা পোস্টার লিখেও ব্লক এবং জেলাস্তরে বিভিন্ন স্থান অধিকার করেছে ভোলাগড়িয়া আমোদিয়া হাইমাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী শবনম শোভনা খাতুন, অভিরামপুর আইসিভি বিদ্যামন্দিরের দশম শ্রেণির ছাত্রী রিয়া দাস, দেরিয়াপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী দেবশ্রী চৌধুরী, নওয়াগাঁ-বিলসা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী জয়তী মণ্ডল-সহ ১৭ জন ছাত্রী। সামগ্রিক বিচারে কন্যাশ্রী প্রকল্পে জেলায় দ্বিতীয় হয়েছে সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়। একই সঙ্গে সিউড়ি মহকুমায় ওই প্রকল্পে ব্লক হিসাবে সাঁইথিয়া এবং স্কুল
হিসাবে সাঁইথিয়ারই বড়সিজা হাইস্কুল প্রথম স্থান অধিকার করেছে। এমন খুশির দিনে সাঁইথিয়ার বিডিও অতনু ঝুড়ি জানান, ব্লক প্রশাসনের পক্ষ থেকেও ওই ছাত্রীদের সংবর্ধনা জানানো হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন