বিদ্যুৎকর্মী সেজে ধৃত

এলাকার ট্রান্সফর্মার বিকল। এই সুযোগে বিদ্যুৎ দফতরের কর্মী সেজে গ্রামের ট্রান্সফর্মার খুলে যন্ত্রাংশ পাচার করার মতলব এঁটেছিল দুষ্কৃতীরা। মাথায় হেলমেট, হাতে রেঞ্জ-সহ নানা যন্ত্রপাতি নিয়ে হাজির হয়েছিল গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৯
Share:

এলাকার ট্রান্সফর্মার বিকল। এই সুযোগে বিদ্যুৎ দফতরের কর্মী সেজে গ্রামের ট্রান্সফর্মার খুলে যন্ত্রাংশ পাচার করার মতলব এঁটেছিল দুষ্কৃতীরা। মাথায় হেলমেট, হাতে রেঞ্জ-সহ নানা যন্ত্রপাতি নিয়ে হাজির হয়েছিল গ্রামে। কাজ প্রায় সেরেও ফেলেছিল। কিন্তু শেষরক্ষা হল না। গা ঢাকা দেওয়ার আগেই পুলিশের জালে পড়ে গেল দুষ্কৃতীরা। এমনই দাবি পুলিশের। ঘটনাস্থল ঝালদা থানার কুদাগোড়া গ্রাম। পুলিশ জানিয়েছে, বিদ্যুতের লাইনের ট্রান্সফর্মারের যন্ত্রাংশ পাচারের অভিযোগে গোপাল বাগদি, কার্তিক সিং সর্দার ও জিতেন সর্দারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা সকলেই ঝালদা থানার কাঁসরা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুদাগোড়া গ্রামের এই ট্রান্সফর্মারটি কয়েকদিন ধরেই বিকল। মঙ্গলবার বিকেলে দুষ্কৃতীরা ওই গ্রামে পৌঁছয়। ট্রান্সফর্মারে উঠে কাজ শুরু করে। এদিকে তারা বিদ্যুৎ দফতরের কর্মীদের মতো গাড়ি নিয়ে আসেনি। কথাবার্তাও সন্দেহজনক হওয়ায় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ বিদ্যুৎ দফতরে খোঁজ নিয়ে জানতে পারে, তাদের কোনও কর্মী কুদাগোড়া গ্রামে যায়নি। এরপরেই পুলিশ ওই গ্রামে গিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ট্রান্সফর্মারের যন্ত্রাংশ ও রেঞ্জ ইত্যাদি আটক করা হয়। ধৃতদের বুধবার আদালতে তোলা হয়। তাদের মধ্যে কার্তিক সিং সর্দারকে আদালত দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। অন্য দু’জনকে জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement