আশিস খুনে ধৃতদের পুলিশ হেফাজত

তৃণমূল কর্মী আশিস শেখ খুনে ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার ওই নির্দেশ দেন রামপুরহাট আদালত। সম্প্রতি ময়ূরেশ্বরের বিশিয়া গ্রামে খুন হন আশিস নামে এক তৃণমূল কর্মী। পরিবারের অভিযোগ ছিল, পঞ্চায়েতে উন্নয়নমূলক প্রকল্পের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে দলের লোকেরাই আশিসকে খুন করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ময়ূরেশ্বর শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০২:০৩
Share:

তৃণমূল কর্মী আশিস শেখ খুনে ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার ওই নির্দেশ দেন রামপুরহাট আদালত। সম্প্রতি ময়ূরেশ্বরের বিশিয়া গ্রামে খুন হন আশিস নামে এক তৃণমূল কর্মী। পরিবারের অভিযোগ ছিল, পঞ্চায়েতে উন্নয়নমূলক প্রকল্পের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে দলের লোকেরাই আশিসকে খুন করেছে। ওই ঘটনায় নিহতের পরিবার, গ্রামেরই নয় সক্রিয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতেই লাভপুর থানার লাঘোষা গ্রাম থেকে অভিযুক্তদের মধ্যে সইফুদ্দিন শেখ, শাহজুদ্দিন শেখ এবং ফারাসাতুল্লা শেখকে গ্রেফতার করে পুলিশ। এ দিকে, বাকিদের খোঁজেও তল্লাশি চলছে বলে পুলিশের দাবি।

Advertisement

দুর্ঘটনায় মৃত্যু। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বালিকার। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে রানিগঞ্জ–মোরগ্রাম জাতীয় সড়কের উপর, লক্ষ্মীবাটি মোড়ের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম উম্মে সালমা (৮)। বাড়ি রামপুরহাট থানার লক্ষ্মীবাটি মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নলহাটি থেকে রামপুরহাট অভিমুখী একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালিকাটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি বড় গাড়ি। ঘটনাস্থলে বালিকাটি মারা যায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন