Lightning

বিহারে বজ্রপাতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য পুলিশের, সোমবার পুরুলিয়া যাবেন শশী, রাজ

পুরুলিয়ার বলরামপুর থানার ওসি সুদীপ হাজরা ও সার্কেল ইন্সপেক্টর পার্থ সিং মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ০১:১৪
Share:

আর্থিক সাহায্য পুলিশের নিজস্ব চিত্র।

বিহারে হাতের তৈরি ফুল বিক্রি করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে পুরুলিয়ার বলরামপুরের ২ পরিবারের ৪ জনের। জখম আরও ২। তাঁদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়াল পুরুলিয়া জেলা পুলিশ। সোমবার ওই পরিবারের সাথে দেখা করতে যাবেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূলের সাংস্কৃতিক শাখার প্রধান রাজ চক্রবর্তী-সহ জেলা তৃণমূল নেতৃত্ব।

Advertisement

রবিবার পুরুলিয়া জেলার পুলিশ সুপার এস সেলভা মুরুগনের নির্দেশে বলরামপুর থানার ওসি সুদীপ হাজরা ও সার্কেল ইন্সপেক্টর পার্থ সিং মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। জেলা পুলিশ সুপার বলেন, ‘‘দু’টি পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে ও ২ জন জখম হয়েছেন। জেলা পুলিশের তরফে ওই পরিবারগুলিকে সমবেদনা জানিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।’’

কয়েক দিন আগে পুরুলিয়ার বলরামপুর থানার পাঁড়কিডি গ্রামের বানজারা সম্প্রদায়ের দু’টি পরিবারের ৬ জন হাতের তৈরি প্লাস্টিকের ফুল বিক্রি করতে যান বিহারে। শুক্রবার সেখানে মুষলধারে বৃষ্টি নামলে তাঁরা ফতুয়া রেল স্টেশনের ধারে একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। আচমকা ওই গাছে বজ্রপাতের কারণে ৬ জনেই জখম হন। স্থানীয় লোকজন পুলিশের সাহায্যে তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে যমুনা সিং (৪৫), কানাইয়া সিং (১৮), কৌশল দেবী (৩৫) ও সরস্বতী দেবী (১০)-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে শনিবার সেখানে পরিবারের লোকজন গেলে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের পর তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন