শুক্রবার সিউড়ির সার্কিট হাউস মোড়ে জমায়েত হন বিজেপি কর্মীরা। সেখান থেকে মিছিল করেন। নিজস্ব চিত্র
বীরভূমের সিউড়িতে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি জমা দিলেন বিজেপির যুব মোর্চার সদস্যরা। শুক্রবার সিউড়ির সার্কিট হাউস মোড়ে জমায়েত হন বিজেপি কর্মীরা। সেখান থেকে মিছিল করেন। পুলিশের পক্ষ থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত বাহিনী। পুলিশ সুপারের অফিসের প্রধান দরজার সামনে ব্যারিকেড করে পথ বন্ধ করে রাখাও হয়েছিল।
শুক্রবারের স্মারকলিপি জমা দেওয়া এবং বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক অনুপ সাহা, বীরভূম জেলার যুব মোর্চার সভাপতি শান্তনু মন্ডল-সহ যুব মোর্চার একাধিক নেতা-নেত্রী ও কর্মীরা। বীরভূম জেলার যুব মোর্চার সভাপতি শান্তনু মন্ডল বলেন, ‘‘তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, স্যার হুমকি দেবেন না প্লিজ। হুমকি আমরা শুনব না, আমরা অনেক মার খেয়েছি, গুলি খেয়েছি, অনেক লড়াই লড়েছি। ভারতকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য আমরা লড়ব।’’
আরও পড়ুন: দিল্লিতে কৃষকদের সঙ্গে ফোনে কথা মমতার, দিলেন পাশে থাকার বার্তা
আরও পড়ুন: বিয়েবাড়িতে পুলিশ! ভিন ধর্মে বিয়ে রুখতে থানায় নিয়ে যাওয়া হল পাত্র-কন্যা পক্ষকে