Bogtui Murder

Rampurhat Clash: আনারুলের মোবাইল বাজেয়াপ্ত করেও কেন জানায়নি, আদালতে লিখিত জবাব দিল সিবিআই

আনারুলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা আদালতে অভিযোগ করেছিলেন, ধৃত তৃণমূল নেতার মোবাইল বাজেয়াপ্ত করেও আদালতকে সে বিষয়ে জানায়নি সিবিআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৭:৩২
Share:

আনারুল হোসেন। বগটুই-কাণ্ডে ধৃত তৃণমূল নেতা। ফাইল চিত্র।

বগটুই-কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনের মোবাইল বাজেয়াপ্তের কথা এক মাস পর আদালতকে জানিয়েছে তারা। বুধবার লিখিত জবাবে রামপুরহাট আদালতে এমনটাই জানিয়েছে সিবিআই।

গত এপ্রিলে আনারুলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা আদালতে অভিযোগ করেছিলেন, ধৃত তৃণমূল নেতার মোবাইল বাজেয়াপ্ত করেও আদালতকে সে বিষয়ে জানায়নি সিবিআই। এমনকি, ‘সিজার মেমো’ও জমা দেয়নি। বুধবার এই প্রসঙ্গ উঠলে আদালত ফের শুনানির সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে সিবিআইকেও ভর্ৎসনা করে।

Advertisement

আনারুলের সামাজিক কাজকর্ম নিয়ে সিবিআইকে তদন্ত রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তা না করে তারা নিজেদের মতো একটা মতামত জানানোর চেষ্টা করেছে বলেই অভিযোগ উঠেছে সিবিআইয়ের বিরুদ্ধে। এই মামলার পরবর্তী শুনানির দিন ১৮ মে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন