স্বনির্ভর দল পুরুষদেরও 

শুধু মহিলারা নন, স্বনির্ভর দল গড়লে সরকারি সহায়তা পাবেন পুরুষেরাও। শুক্রবার থেকে পুরুলিয়া তথ্য ও সংস্কৃতি দফতরের মাঠে শুরু হওয়া দশম সবলা ও ক্রেতাসুরক্ষা মেলার মঞ্চ থেকে এ কথা জানান মেলার উদ্যোক্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৮:১০
Share:

প্রতীকী ছবি।

শুধু মহিলারা নন, স্বনির্ভর দল গড়লে সরকারি সহায়তা পাবেন পুরুষেরাও। শুক্রবার থেকে পুরুলিয়া তথ্য ও সংস্কৃতি দফতরের মাঠে শুরু হওয়া দশম সবলা ও ক্রেতাসুরক্ষা মেলার মঞ্চ থেকে এ কথা জানান মেলার উদ্যোক্তারা।

Advertisement

এ দিন মেলার সূচনা করেন দফতরের মন্ত্রী সাধন পান্ডে। ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতোও। মঞ্চ থেকে সাধনবাবু জানান, মাত্র দু’শতাংশ সুদে ঋণ নিয়ে স্বনির্ভর দল গড়ে তোলা যাবে। পাশাপাশি, মানুষজনকে ক্রেতাসুরক্ষার বিষয়েও সচেতন করেন তিনি।

শান্তিরামবাবু বলেন, ‘‘স্বনির্ভর দলের সদস্যদের মেলা মানেই মহিলাদের ক্ষমতায়ন। তবে সেই স্বনির্ভর দলই স্বাস্থ্যকর দল, যাঁরা ঋণ নিয়ে ঠিক সময়ে পরিশোধ করে নতুন করে ফের কাজ শুরু করে।’’ এ দিন মেলায় উপস্থিত স্বনির্ভর দলের সদস্যদের সেই মতো এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি, স্বনির্ভর দল গড়ার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা, যেমন— দু’শতাংশ সুদে ঋণ পাওয়া, বিনা প্রিমিয়ামে দু’লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধার কথা তিনি উল্লেখ করেন।

Advertisement

জেলা স্বনির্ভর দলের আধিকারিক বুলবুল বসু জানান, মহিলাদের পাশাপাশি এ বার থেকে পুরুষেরাও স্বনির্ভর দল গড়ে কাজ করতে পারবেন।

এ বার মেলায় মোট ৪২টি স্টল বসেছে। স্বনির্ভর দলের সদস্যাদের তৈরি জিনিসপত্র মেলায় পাওয়া যাবে। ছৌ, করম, ঝুমুর, সহরাই, নাটুয়া-সহ বিভিন্ন অনুষ্ঠান থাকছে।

স্বনির্ভর দলের সদস্যারাও অনুষ্ঠানগুলিতে যোগ দেবেন। মেলা চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন