শতবর্ষে কলাভবন পাচ্ছে অনুদান

ললিতকলা অ্যাকাডেমির আর্থিক অনুদান থেকে চলতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কলাভবনের শতবর্ষ উদ্‌যাপনের জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ১০১ জন শিল্পীকে নিয়ে এসে তাঁদের নিয়ে কর্মশালার আয়োজন করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শান্তিনিকেতন শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ০২:৫৫
Share:

কলাভবন।

ললিতকলা অ্যাকাডেমির ৮০ লক্ষ টাকা আর্থিক অনুদানে এ বার বিশ্বভারতীর কলাভবনের শতবর্ষ উপলক্ষে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হতে চলেছে কলাভবন চত্বরে। এই বিষয়ে শুক্রবার কলাভবনের নন্দন আর্ট গ্যালারিতে ললিতকলা অ্যাকাডেমির চেয়ারম্যান উত্তম পাচারনে, আঞ্চলিক কেন্দ্রের সম্পাদক বিপিন মার্থা-সহ অ্যাকাডেমির প্রতিনিধিরা দীর্ঘক্ষণ বৈঠক করেন কলাভবনের অধ্যাপকদের সঙ্গে। বৈঠকে ঠিক হয়েছে, কলাভবনের শতবর্ষ উদ্‌যাপনের ক্ষেত্রে আর্থিক ভাবে সাহায্য করবে ললিতকলা অ্যাকাডেমি। সেই মতো এ দিন অ্যাকাডেমির সঙ্গে কলাভবনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

Advertisement

ললিতকলা অ্যাকাডেমির আর্থিক অনুদান থেকে চলতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কলাভবনের শতবর্ষ উদ্‌যাপনের জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ১০১ জন শিল্পীকে নিয়ে এসে তাঁদের নিয়ে কর্মশালার আয়োজন করা হবে। সেখানে শিল্পীরা তাঁদের শিল্পকর্মকে তুলে ধরবেন। এই কর্মশালার মধ্য দিয়ে কলাভবনের বিভিন্ন দৃশ্যকলার ইতিহাসকে বিশ্বের কাছে আরও একবার তুলে ধরতে চান বিশ্বভারতী কর্তৃপক্ষ। কলাভবনের শতবর্ষ উদ্‌যাপনে ললিতকলা অ্যাকাডেমি ও বিশ্বভারতী যৌথ ভাবে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করবে বলেও বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে। এ দিন আনুষ্ঠানিক ভাবে তারই ঘোষণা করেন অ্যাকাডেমির চেয়ারম্যান। তিনি বলেন, ‘‘কলাভবনের শতবর্ষ উপলক্ষে ললিতকলা অ্যাকাডেমি সব রকম ভাবে সহযোগিতা করবে বিশ্বভারতীকে। এই উপলক্ষে শিল্পীদের ওই কর্মশালার জন্য ৮০ লক্ষ টাকা দেওয়া হবে।’’

কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় মল্লিকের কথায়, ‘‘প্রতিষ্ঠান হিসেবে কলাভবন শতবর্ষ অতিক্রম করেছে। এই বিশেষ মুহূর্তকে স্মরণে রেখে এবং গোটা বিশ্বের কাছে তাকে

Advertisement

পৌঁছে দেওয়ার জন্য দুই প্রতিষ্ঠান যৌথ ভাবে শতবর্ষ উদ্‌যাপন করার প্রচেষ্টা চালাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন