নিজের রেকর্ড ভাঙলেন সোমা

বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত ৩৩তম জুনিয়র ন্যাশনাল অ্যাথলেটিক্সে বাংলার হয়ে ব্রোঞ্জ জিতলেন সোমা কর্মকার। বিশ্ব স্কুল অ্যাথলেটিক্সে সোনার পরে ফের জুনিয়র ন্যাশনালে সোমার সাফল্যে খুশির হাওয়া পুরুলিয়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ০১:১৯
Share:

সোমা কর্মকার। ফাইল চিত্র

বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত ৩৩তম জুনিয়র ন্যাশনাল অ্যাথলেটিক্সে বাংলার হয়ে ব্রোঞ্জ জিতলেন সোমা কর্মকার। বিশ্ব স্কুল অ্যাথলেটিক্সে সোনার পরে ফের জুনিয়র ন্যাশনালে সোমার সাফল্যে খুশির হাওয়া পুরুলিয়ায়।

Advertisement

মানভূম ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৬-২০ নভেম্বর বিজয়ওয়াড়াতে বসেছিল জুনিয়র জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। সংস্থার অ্যাথলেটিক্স সচিব গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘এই প্রতিযোগিতায় সোমা তাঁর সেরা পারফরম্যান্স করেছেন। তাঁর প্রিয় বিষয় লংজাম্প। তিনি ৫.৯৪ মিটার লাফিয়েছেন। ২০১৫ সালের জুন-জুলাইতে চিনের ইওহন প্রদেশে অনুষ্ঠিত বিশ্ব স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের ইভেন্টে সোনা জিতেছিলেন সোমা। সেখানে সোমা ৫.৪২ মিটার লাফিয়েছিলেন।’’

তিনি জানান, এরপরে কোয়েম্বাটুরে অনুষ্ঠিত ৩২তম জুনিয়র ন্যাশনালে ৫.৬৮ মিটার লাফান তিনি। তাতে রূপো পেয়েছিলেন। সে সময় তিনি অনূর্ধ্ব ১৮ বিভাগে নেমেছিলেন। এ বার বিজয়ওয়াড়াতে তিনি অনূর্ধ্ব- ২০ বিভাগে নেমেছিলেন।

Advertisement

২০১৬-র ইউথ ন্যাশন্যালে সোমার জাম্প ছিল ৫.৮৬ মিটার। ২০১৫-র জাতীয় স্তরের একটি প্রতিযোগিতায় নেমে ৫.৮৪ মিটার জাম্প দিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন