TMC

BJP: মিথ্যা মামলায় রোখা যাবে না বিজেপি-কে, হুঙ্কার দিতে দিতে সিউড়ি কোর্টে রাজু, ধ্রুবরা

ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে এবং পেট্রল-ডিজেলের উপর রাজ্য সরকার যে ভ্যাট নেয় তা কমানোর দাবিতে পথে নেমেছিল বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১৬:২৫
Share:

আদালতে রাজু বন্দ্যোপাধ্যায় ও ধ্রুব সাহা। নিজস্ব চিত্র

আন্দোলনের নামে কোভিড বিধিভঙ্গের অভিযোগে মূলত ১০ বিজেপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছিল। জোড়াফুল শিবিরের বিরুদ্ধে গর্জন করতে করতেই সোমবার সেই মামলার জামিনের শুনানিতে যোগ দিলেন গেরুয়া শিবিরের নেতারা। সিউড়ি আদালতের বিচারক তাঁদের সকলের জামিন মঞ্জুর করেছেন।
ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে এবং পেট্রল-ডিজেলের উপর রাজ্য সরকার যে ভ্যাট নেয় তা কমানোর দাবিতে পথে নেমেছিল বিজেপি। পদ্মশিবিরের অভিযোগ, সেই কর্মসূচি করার জন্যই তাঁদের দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে। মূলত যে ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার মধ্যে রয়েছেন রাজ্য বিজেপি-র সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা। সোমবার তাঁরা উপস্থিত হন সিউড়ি আদালতে। রাজু বলেন, ‘‘আমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আসলে তৃণমূল বিজেপি-কে ভয় পেয়েছে। তাই সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এ ভাবে আমাদের রোখা যাবে না।’’একই সুরে বিজেপি-র বীরভূম জেলার সভাপতি ধ্রুবর হুঁশিয়ারি, ‘‘পুলিশ প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে। এ ভাবে বিজেপি-কে দমানো যাবে না। আইনের শাসন এক দিন প্রতিষ্ঠিত হবে।’’

Advertisement

এ নিয়ে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি মলয় মুখোপাধ্যায়ে বলেন, ‘‘গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ আন্দোলন করতে পারেন। তাতে কারও কিছু বলার নেই। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে যে ভাবে বিজেপি প্রশাসনিক ভবনের সামনে সমস্ত বিধি ভেঙে আন্দোলন করেছিল সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন