বিস্ফোরণ-কাণ্ডে ধৃত মৃতের ছেলেও

বাড়িতে বোমা মজুত রাখার অভিযোগে বাবার পরে এ বার ছেলেকেও গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে লাভপুরের সেকমপুরের শান্তিপাড়ায় আব্দুর রহমান মল্লিকের বাড়িতে রাখা বোমা ফেটে মৃত্যু হয় তাঁর স্ত্রী সরিফা বিবির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩০
Share:

বাড়িতে বোমা মজুত রাখার অভিযোগে বাবার পরে এ বার ছেলেকেও গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে লাভপুরের সেকমপুরের শান্তিপাড়ায় আব্দুর রহমান মল্লিকের বাড়িতে রাখা বোমা ফেটে মৃত্যু হয় তাঁর স্ত্রী সরিফা বিবির। গুরুতর আঘাত পান বৌমা হুসনেহারা বিবিও। তিনি এখনও বোলপুর হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

আব্দুর রহমান এলাকায় তৃণমূলের জেলা নেতা আব্দুল মান্নানের অনুগামী হিসাবে পরিচিত। কিছু তৃণমূল কর্মীই আড়ালে জানাচ্ছেন, একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তাঁদের বিরোধ ছিল এলাকার বিধায়ক মনিরুল ইসলামের অনুগামী হিসাবে পরিচিত সফিউর রহমানদের। পুলিশের অনুমান, তাদের সঙ্গে টক্কর নেওয়ার জন্যেই ওই বোমা মজুত করা হয়েছিল। বিস্ফোরণে মৃত্যুর কিছু পরেই আব্দুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। রাতের দিকে গ্রেফতার করা হয় ছেলে মহম্মদ সাহাবুদ্দিন মল্লিককেও। এ দিন তাদের বোলপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। সরকারি আইনজীবী ফিরোজ কুমার পাল জানান, পুলিশ ধৃতদের সাত দিনের হেফাজতে চেয়েছিল। কিন্তু এসিজেএম রাজেশ গুহরায় ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফজতের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement