TMC: কাজের সূচনায় তৃণমূল নেতা কেন, বিতর্ক

রঘুনাথপুর শহরে রাস্তা সংস্কারের দাবি দীর্ঘদিনের। বারে বারে এ নিয়ে শহরবাসীর বড় অংশ থেকে বিরোধীরা সরব হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ০৫:৪০
Share:

এই অনুষ্ঠান ঘিরেই উঠেছে প্রশ্ন। রঘুনাথপুরে। নিজস্ব চিত্র।

রাস্তার আমূল সংস্কার করবে পুরসভা। শুক্রবার বিকেলে তৃণমূলের জেলা সভাপতির হাতে সে কাজের সূচনার পরে, বিতর্ক বেঁধেছে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে। বিরোধীদের দাবি, কোনও রাজনৈতিক নেতা পুরসভার কাজের সূচনা করতে পারেন না। জনপ্রতিনিধি বা সরকারি আধিকারিকেরা কাজের সূচনা করেন, এটাই দস্তুর। ঘটনা ঘিরে পুরসভায় দলতন্ত্রের অভিযোগও উঠেছে।

Advertisement

জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার যদিও দাবি, “দলের জেলা সভাপতি নয়, রাস্তার কাজের সূচনা করেছি সমাজকর্মী হিসাবে।” পাশাপাশি, পুর-ভোটের আগে, রাস্তার কাজ ‘দেখিয়ে’ মানুষের মন টানার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির।

রঘুনাথপুর শহরে রাস্তা সংস্কারের দাবি দীর্ঘদিনের। বারে বারে এ নিয়ে শহরবাসীর বড় অংশ থেকে বিরোধীরা সরব হয়েছেন। সম্প্রতি শহরের রাস্তাগুলির সংস্কারে উদ্যোগী হয় পুরসভা। সূত্রের খবর, পঞ্চদশ অর্থ কমিশন থেকে পাওয়া অর্থ থেকে ১ কোটি ৭ লক্ষ টাকা ব্য়য়ে ভোঁদুর মোড় থেকে ছুতার চক, ছুতার চক থেকে নন্দুয়াড়া মোড়, নন্দুয়াড়া মোড় থেকে পাথরপুকুর, সিনেমা হল মোড় থেকে নন্দুয়াড়া মোড় এবং সিনেমা হল মোড় থেকে ছুতার চক—শহরের গুরুত্বপূর্ণ এই পাঁচটি রাস্তার সংস্কারের পরিকল্পনা করেছে পুরসভা।

Advertisement

ওই দিন বিকেলে সিনেমা হল মোড়ে সে রাস্তা সংস্কারের কাজেরই সূচনা করেন সৌমেন। ছিলেন পুর-প্রশাসক তরণী বাউড়ি-সহ তৃণমূলের শহর কমিটির নেতা-কর্মীরা। তা ঘিরেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস, বিজেপির নেতা-কর্মীরা। সামাজিক-মাধ্যমেও শুরু হয়েছে কটাক্ষ।

কংগ্রেসের রঘুনাথপুরের সভাপতি তারকনাথ পরামানিকের অভিযোগ, ‘‘পুরসভা স্বশাসিত সংস্থা। সে সংস্থার কাজের সূচনা করছেন তৃণমূলের জেলা সভাপতি। এতে পরিষ্কার, পুরসভায় দলতন্ত্র চালাচ্ছে তৃণমূল।” যদিও এ ঘটনায় অবাক হওয়ার কিছু নেই জানিয়ে সিপিএমের রঘুনাথপুর শহরের নেতা লোকনাথ হালদারের দাবি, ‘‘রাজ্য়ে ক্ষমতায় আসার পরে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের সর্বস্তরে দলতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই ধারাবাহিকতা মেনে দলের পুরুলিয়ার নেতাও পুরসভার কাজের সূচনা করছেন।”

যদিও সৌমেনের ব্যাখ্যা, ‘‘এক জন সমাজকর্মী হিসাবে পুরসভা থেকে কাজের সূচনা করতে আহ্বান জানানো হয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে সমাজসেবীরা নানা কাজের উদ্বোধন করে থাকেন। এর মধ্য়ে বির্তক খোঁজার কোনও মানে নেই।”

বিধানসভা নির্বাচনের আগেও, ‘পথশ্রী’ প্রকল্পে ওই রাস্তাগুলির কাজের সূচনা করেছিলেন রঘুনাথপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়িও। সে প্রসঙ্গ টেনে বিজেপির জেলা সম্পাদক বাণেশ্বর মুখোপাধ্য়ায়ের অভিযোগ, ‘‘ফের একই রাস্তার কাজের সূচনা করা হয়েছে। সামনেই পুর-নির্বাচন। তাই রাস্তা সংস্কারের নামে ভাঁওতা দিয়ে বাসিন্দাদের মন পেতে চাইছে তৃণমূল।”

পুরসভার অবশ্য দাবি, ‘পথশ্রী’ প্রকল্পে রাস্তা সংস্কারের কাজ তারা করেনি। পুর-প্রশাসক বলেন, “অর্থের সমস্যায় রাস্তা তৈরিতে দেরি হচ্ছিল। অর্থের জোগান হতেই দরপত্র আহ্বান করে ‘ওয়ার্ক অর্ডার’ দেওয়া হয়েছে। দ্রুত পাঁচটি রাস্তার আমূল সংস্কারের কাজ শেষ হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement