Child Sexual Abuse

টিফিনের সময়ে স্কুলকক্ষে আটকে ছাত্রীকে শ্লীলতাহানি! ধৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতীতেও উঠেছে অভিযোগ

বুধবার স্কুল খোলার পরেই গ্রামের লোকজন প্রধানশিক্ষককে ঘিরে ধরেন। তাঁকে পরে লাভপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৭
Share:

— প্রতীকী চিত্র।

লাভপুরের আবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে সেখানকারই চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্রীলতাহানির অভিযোগ উঠল। গ্রামবাসীরা প্রধানশিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বুধবার। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই প্রধানশিক্ষকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছিল।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার স্কুলে গিয়েছিল ‘নির্যাতিতা’। অভিযোগ, টিফিনের সময় স্কুলের বাকি ছাত্রছাত্রীকে কক্ষের বাইরে যেতে দেওয়া হলেও তাকে ছাড়েননি প্রধানশিক্ষক। স্কুলে আটকে তার শ্লীলতাহানি করেন তিনি।

বুধবার স্কুল খোলার পরেই গ্রামের লোকজন প্রধানশিক্ষককে ঘিরে ধরেন। তাঁকে পরে লাভপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগেও একই অভিযোগ উঠেছে ওই প্রধানশিক্ষকের বিরুদ্ধে। পরিবার ও গ্রামবাসীদের দাবি, বিদ্যালয়ের প্রধানশিক্ষককে শাস্তি দিতে হবে। পরবর্তী কালে যাতে তিনি কোনও স্কুলে চাকরি করার সুযোগ না পান, তার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে ‘নির্যাতিতা’র পরিবার। ঘটনার খবর পেয়ে লাভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement