Mobile Addiction

মোবাইলে আসক্তি! মায়ের বকুনিতে ঘর ছেড়ে নিখোঁজ দ্বাদশ শ্রেণির ছাত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে ওই ছাত্রের। অভিযোগ, মোবাইলের প্রতি আসক্তি ক্রমেই বাড়ছিল। শুক্রবার সকালে তার মা তাকে বকঝকা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:০৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মোবাইল রেখে পড়তে বসতে বলেছিলেন মা। সেজন্য বকাবকিও করেছিলেন। অভিযোগ, সেই বকুনিতেই ঘর ছেড়ে বেরিয়ে যান বিশ্বভারতীর শিক্ষাসত্রের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। এখনও খোঁজ মেলেনি শেখ ওয়াসিম নামে ছাত্রের। ইতিমধ্যে পাড়ুই থানায় ডায়েরি করেছে তার পরিবার।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওয়াসিমের বাড়ি পাড়ুই থানার বাতিকার পঞ্চায়েতের খুস্টিগিরি‌ এলাকায়। সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে ওই ছাত্রের। অভিযোগ, মোবাইলের প্রতি আসক্তি ক্রমেই বাড়ছিল। শুক্রবার সকালে তার মা তাকে বকঝকা করেন। মায়ের সেই বকুনিতে অভিমান করে সে ঘর ছাড়ে। তারপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দাদা বলেন, ‘‘নিজের সব পরিচয়পত্র সঙ্গে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যায় ও। ৭২ ঘন্টায় পেরিয়ে গেলেও ভাই না ফেরায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ‌ইতিমধ্যেই পাড়ুই থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে।’’ ওই ছাত্রের খোঁজ শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement