পড়া দেখতে মিলান থেকে

রবীন্দ্র দর্শন, বিশ্বভারতীর অন্যতম পাঠভবনের পঠন-পাঠনের পদ্ধতি দেখতে সুদূর ইতালি থেকে ২৬ সদস্যের ছাত্রছাত্রীদের একটি দল এল শান্তিনিকেতনে।

Advertisement

বিশ্বজিৎ রায়চৌধুরী

শান্তিনিকেতন শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪৯
Share:

নিমগ্ন। —নিজস্ব চিত্র।

রবীন্দ্র দর্শন, বিশ্বভারতীর অন্যতম পাঠভবনের পঠন-পাঠনের পদ্ধতি দেখতে সুদূর ইতালি থেকে ২৬ সদস্যের ছাত্রছাত্রীদের একটি দল এল শান্তিনিকেতনে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, ইতালির মিলান স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সোমবার পাঠভবনে একটি বিশেষ কর্মশালায় যোগ দেন।

Advertisement

এ দিন সকাল থেকে পাঠভবনের পড়ুয়াদের বৈতালিক, গ্রন্থাগার, গাছের ছায়ায় পঠন-পাঠনের পদ্ধতি প্রভৃতি ঘুরে দেখেন ইতালির পড়ুয়ারা। এমনকী, সন্তোষালয়ে একটি কর্শালার মধ্য দিয়ে পাঠভবনের পড়ুয়াদের সঙ্গে ভাষা, সংস্কৃতির আদান প্রদান হয়। দুই দেশের শিক্ষা সংস্কৃতি স্থান পায় কর্মশালার আলোচনায়। ইতালির পড়ুয়ারা বলছেন, গত ১৯ ফেব্রুয়ারি তাঁরা ভারতে আসেন। পশ্চিম মেদিনীপুরের পিংলায় পটুয়াদের জীবন যাত্রা, জীবিকা নিয়ে একটি প্রকল্প তৈরি করেন তাঁরা। পটুয়াদের সঙ্গে থেকে তাঁদের ইতালির সামগ্রীর ব্যবহার শেখানো ও তাদের কাছ থেকে ভারতীয় লোক সংস্কৃতি শেখেন তাঁরা। পরে শান্তিনিকেতনে আসেন ইতালির পড়ুয়ারা।

এ দিন তাঁদের পাঠভবন ঘুরিয়ে দেখান পাঠভবনের অধ্যক্ষা বোধিরুপা সিংহ, শিক্ষক নিলয় রায়। রবীন্দ্র শিক্ষা সম্পর্কে কর্মশালায় বক্তব্য রাখেন পাঠভবনের অধ্যক্ষা। আজ, মঙ্গলবার তাঁরা বিশ্বভারতীর রবীন্দ্রভবন, কলাভবন, সঙ্গীতভবন ঘুরে দেখবেন।

Advertisement

ইতালির মিলান স্টেট ইউনিভার্সিটির বাঙালি অধ্যাপিকা উর্মিলা চক্রবর্তী বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা, মতাদর্শ, শিক্ষা ভাবনা সম্পর্কে ইতালির পড়ুয়াদের অবচেতন করানোর উদ্দেশ্যেই আমরা শান্তিনিকেতনে এসেছি। এর আগে আমরা পিংলায় একটি প্রজেক্ট করেছি পটুয়াদের নিয়ে। বিশ্বভারতীর পরিবেশ আমাদের ছাত্রছাত্রীদের খুবই ভাল লেগেছে। আমরা দুই দেশের সংস্কৃতি নিয়ে একটি ওয়ার্কশপও করেছি।’’

পাঠভবনের অধ্যক্ষা বোধিরুপা সিংহ বলেন, ‘‘ওদের কাছ থেকেও আমাদের ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারল। এই ধরনের কর্মশালার খুবই প্রয়োজন রয়েছে। পারস্পরিক আদানপ্রদান হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন