Suvendu Adhikari

শুভেন্দু দলেই আছেন, তারাপীঠে পুজো দিয়ে বললেন পার্থ

ভবিষ্যতে শুভেন্দু দল ছাড়বেন কি না, এই প্রশ্নে অবশ্য কিছুটা বিরক্ত হয়েই পার্থ বলেন, ‘‘আমি গণৎকার নই।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তারাপীঠ শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ২০:০৯
Share:

তারাপীঠে পুজো দিয়ে বেরোচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র

শুভেন্দু অধিকারী নিয়ে জল্পনায় জল ঢাললেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বীরভূমের তারাপীঠে পুজো দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুভেন্দু তৃণমূলেই আছেন।

Advertisement

বৃহস্পতিবার তারাপীঠে পুজো দিতে আসেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাজ্য সরকার করোনা এবং আমফান একসঙ্গে সামলেছে বলে দাবি করে পার্থ বলেন, ‘‘আমি চাই সবাই সুস্থ থাকুন। সবাই শান্তি, সম্প্রীতিতে থাকুন।’’ মায়ের কাছে কী প্রার্থনা? শিক্ষামন্ত্রী পার্থ বলেন, ‘‘করোনা মুক্ত হোক রাজ্য, এই প্রার্থনা করেই মায়ের কাছে পূজো দিলাম।’’

কিন্তু পীঠস্থানে গিয়েও শুভেন্দু বিতর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূল নেতাকে। তবে পার্থ বলেন, ‘‘শুভেন্দু এখনও আমাদের দলের অন্যতম যোদ্ধা। শুভেন্দু-সহ দলের সব বিশিষ্ট নেতাই আমাদের সঙ্গে আছেন।’’ ভবিষ্যতে শুভেন্দু দল ছাড়বেন কি না, এই প্রশ্নে অবশ্য কিছুটা বিরক্ত হয়েই পার্থ বলেন, ‘‘আমি গণৎকার নই।’’

Advertisement

আরও পড়ুন: রয়ে গেল জল্পনা, শুভেন্দু বললেন, দল তাড়ায়নি, তিনিও ছাড়েননি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন