জেলাস্তরেও ‘ট্যালেন্ট হান্ট’

দিশা দেখাল লাভপুর। ওই ব্লকের মতোই জেলা স্তরেও ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা হতে চলেছে আগামী ২ মাসের মধ্যে। এ দিন লাভপুর ব্লক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় ওই ঘোষণা করেন জেলাশাসক পি মোহন গাঁধী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

লাভপুর শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০০:৫১
Share:

লাভপুর ‘ট্যালেন্ট হান্ট’ জয়ীদের পুরস্কৃত করলেন জেলাশাসক।—নিজস্ব চিত্র

দিশা দেখাল লাভপুর। ওই ব্লকের মতোই জেলা স্তরেও ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা হতে চলেছে আগামী ২ মাসের মধ্যে। এ দিন লাভপুর ব্লক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় ওই ঘোষণা করেন জেলাশাসক পি মোহন গাঁধী।

Advertisement

শুরুটা হয়েছিল গত জুলাই মাসে। লাভপুর ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকার ২৬ টি স্কুলের দশম শ্রেণির ১৩০ জন ছাত্রছাত্রীকে নিয়ে মাধ্যমিক মানের ‘ট্যালেন্ট হান্ট’ পরীক্ষা নেওয়া হয়। ব্লক প্রশাসনের তরফ থেকে এলাকার ২৬টি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের পাঁচ জন করে অভাবি মেধাবীর তালিকা চেয়ে পাঠানো হয়। সেই মতো ১৩০টি নাম আসে। প্রশাসন সিদ্ধান্ত নেয়, ওই ১৩০ জনের মধ্যে থেকে প্রথম ১০ জনকে সরকারি ব্যবস্থাপনায় বিশেষ কোচিং-সহ পড়াশোনায় সমস্ত রকম সহযোগিতা করা হবে।

ওই পরীক্ষা দিয়ে খুশি ছাত্রীরা। প্রশাসনের এমন পদক্ষেপে খুশি অভিভাবকেরাও। তাঁরা বলছেন, ‘‘ছেলেমেয়েদের পড়াশোনায় সব সময় খরচ জোগাতে পারি না। প্রশাসনের সাহায্য আমাদের ছেলেমেয়েরা পাক আর না পাক বছরে অন্তত ১০ জন পড়ুয়া তো সরকারি খরচে পড়তে পারবে। সেটাই বা কম কী!’’

Advertisement

এ দিন লাভপুর যাদবলাল হাইস্কুলের নীলজয় মুখোপাধ্যায়, পুরুজিত মুখোপাধ্যায় এবং ভালকুটি হাইস্কুলের দেবাঞ্জন ঘোষ যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে। ওই তিনজন-সহ বিভিন্ন স্কুলের আরও ১০ জন পড়ুয়াকে এ দিন লাভপুর ট্যালেন্ট হিসাবে পুরস্কৃত করা হয়। লাভপুরের বিডিও জীবনকৃষ্ণ বিশ্বাস বলেন, ‘‘শুধু পুরস্কারই নয়, পড়ুয়াদের বিশেষ কোচিং সহ পড়াশোনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে।’’

অনুষ্ঠানের শেষে জেলাশাসক বলেন, ‘‘লাভপুরের দেখানো পথে আগামী ২ মাসের মধ্য জেলার সমস্ত স্কুল থেকে ১০ জন করে পড়ুয়া নিয়ে জেলা ট্যালেন্ট হান্ট পরীক্ষা নেওয়া হবে। তা থেকে ২০ জনকে জেলা ট্যালেন্ট হিসাবে পুরস্কৃত করা হবে। পড়াশোনায় তাদের প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন