অবস্থান: ডিআই অফিসের বারান্দায়। নিজস্ব চিত্র
স্কুলে ক্লাস হচ্ছে না প্রায় মাস তিনেক ধরে। এই অভিযোগে সোমবার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-এর অফিসে অবস্থান করলেন বরাবাজারের বেড়াদা গ্রাম পঞ্চায়েত এলাকার দিগারডি গার্লস স্কুলের ছাত্রী ও অভিভাবকেরা।
দিগারডি গার্লস জুনিয়র হাইস্কুল। অভিভাবক জগন্নাথ মাহাতো, জগদীশ সিংহবাবুদের অভিযোগ, শিক্ষিকারা ছুটিতে থাকায় নতুন শিক্ষাবর্ষে কোনও ক্লাস হয়নি। মাস তিনেক ধরে মিড-ডে মিল বন্ধ। ছাত্রী সুস্মিতা মাহাতো, অনামিকা সিংহ, সঙ্গীতা কুম্ভকাররা বলে, ‘‘এখনও কিছু পড়া হয়নি। পরীক্ষার কথা ভেবেই ভয় করছে।’’
কিন্তু কেন বন্ধ ক্লাস? ওই স্কুলে দু’জন শিক্ষিকা রয়েছেন। বরাবাজার ৩ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিশ্বরূপ হালদার জানান, গত জুলাইয়ে একজন শিক্ষিকা বিএড প্রশিক্ষণের জন্য ছুটি নিয়ে যান। গত ডিসেম্বরের শেষে অন্য শিক্ষিকা মেটারনিটি লিভ নেন। সমস্যার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বলে বিশ্বরূপবাবুর দাবি।
সমস্যার কথা শুনে এ দিনই জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রাধারানি মুখোপাধ্যায় পাশের একটি স্কুলের এক জন শিক্ষিকাকে আপাতত ওই স্কুলের দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করেন। তিনি বলেন, ‘‘এই সমস্যার কথা আমার জানা ছিল না। আজই এক জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’’