Birbhum

বাসি খিচুড়ি খাওয়ার পরেই অসুস্থ! বীরভূমে প্রাণ গেল তিন জনের, বিষক্রিয়া থেকেই মৃত্যু?

এই ঘটনার প্রেক্ষিতে জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘খাদ্যে বিষক্রিয়ার কারণেই মৃত্যু বলে আমাদের প্রাথমিক ধারণা। প্রশাসনের তরফে যা যা পদক্ষেপ করার আমরা করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ২১:৩৩
Share:

—প্রতীকী ছবি।

বাসি খিচুড়ি খাওয়ার পরে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটল বীরভূমে। অসুস্থও হয়ে পড়েছেন অন্তত ২০ জন। রাজনগরের মালিপাড়ার ঘটনা। গ্রামবাসীদের একাংশের দাবি, বাসি খিচুড়ি খেয়ে বিষক্রিয়ায় ওই তিন জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে তেমনটাই মনে করছে জেলা প্রশাসনও। এই ঘটনার প্রেক্ষিতে জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘খাদ্যে বিষক্রিয়ার কারণেই মৃত্যু বলে আমাদের প্রাথমিক ধারণা। প্রশাসনের তরফে যা যা পদক্ষেপ করার আমরা করছি।’’

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার লক্ষ্মীপুজো উপলক্ষে গ্রামে খিচুড়ি খাওয়ানো হয়েছিল। সকলের খাওয়ার পরেও থেকে গিয়েছিল কিছুটা খিচুড়ি। গ্রামবাসীদের দাবি, পরের দিন সেই খিচুড়িই খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েক জন। অসুস্থদের প্রথমে রাজনগর ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই তিন জনের মধ্যে এক শিশুও রয়েছে। বাকি অসুস্থদের পরে সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল অবশ্য তিন জনের মৃত্যু নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি। তিনি জানান, রোগীদের চিকিৎসায় যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য দু’জন সরকারি সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement