হামলার নালিশ বিজেপি-র

বাঁকুড়ার বিভিন্ন জায়গায় মনোনয়ন তোলায় বিজেপি নেতার কর্মীদেরও বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। সোমবার দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষ বলেন, ‘‘এ দিন ওন্দা ছাড়া কোথাও আমরা মনোনয়নপত্র তুলতে পারিনি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিষ্ণুপুর শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৮ ২৩:৫৫
Share:

বাঁকুড়ার বিভিন্ন জায়গায় মনোনয়ন তোলায় বিজেপি নেতার কর্মীদেরও বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। সোমবার দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষ বলেন, ‘‘এ দিন ওন্দা ছাড়া কোথাও আমরা মনোনয়নপত্র তুলতে পারিনি।’’ তাঁর দাবি, বিজেপি-র উপরে হামলা হয়েছে কোতুলপুর, সোনামুখী এবং ইন্দাসে।

Advertisement

সোমবার বিজেপি-র কোতুলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দিগরের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির কোতুলপুর পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। বিশ্বজিতের দাবি, মনোনয়ন তুলতে গেলে বিডিও অফিস চত্বরে তাঁকে বাধা দেওয়া হয়। ব্লক প্রশাসনের কর্মী ও আধিকারিকেরা বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। কিন্তু ফেরার সময়ে জানতে পারেন, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

ইন্দাসে ব্লক অফিসের গেটের সামনে বিজেপি-র ইন্দাস মণ্ডল সভাপতি দশরথ মল্লিক এবং সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকারের উপরে হামলা হয় বলে অভিযোগ। তাঁরা মনোনয়ন তুলতে গিয়েছিলেন। অভিযোগ, ভেঙে দেওয়া হয় মোটরবাইক। পাশেই থানা। দশরথরা সেখানে ঢুকে যান। লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সোনামুখী ব্লক অফিস চত্বরেও তৃণমূলের বিরুদ্ধে বিজেপি-র নেতা কর্মীদের মারধর এবং মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ। লিখিত অভিযোগ দায়ের হয়েছে সেখানেও।

Advertisement

তবে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খান বলেন, ‘‘আমাদের সংস্কৃতি এমন নয়। ওঁদের লোকবল নেই। তাই সহানুভূতি পেতে চাইছেন। যদি কোনও অভিযোগ থাকে, প্রশাসন দেখবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন