ঠেক উচ্ছেদের দাবি তৃণমূলের

অবৈধ মদের ঠেক উচ্ছেদের দাবিতে মিছিল করল ঝালদা শহর তৃণমূল ও ঝালদা শহর যুব তৃণমূল। মিছিলে যোগ দিয়েছিলেন এলাকার মহিলাদের একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ০১:০৯
Share:

অবৈধ মদের ঠেক উচ্ছেদের দাবিতে মিছিল করল ঝালদা শহর তৃণমূল ও ঝালদা শহর যুব তৃণমূল। মিছিলে যোগ দিয়েছিলেন এলাকার মহিলাদের একাংশ। বুধবার বিকেলে ঝালদা পুর-শহরে এই মিছিল হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরশহরের ৮ নম্বর ওয়ার্ডের ডোমপাড়া, ১১ নম্বর ওয়ার্ডের বাগদিপাড়া, ৩ নম্বর ওয়ার্ডের গড়়কুলি, ১২ নম্বর ওয়ার্ডের স্টেশন রো়ড এবং ৬ ও ১০ নম্বর ওয়ার্ডের পোকাবাঁধ এলাকায় দীর্ঘ দিন ধরে বেআইনি ঠেকের রমরমা চলছে। ঠেকগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার দাবিতে এ দিন বিকেলে বাঁধাঘাট এলাকা থেকে শুরু হয়ে মিছিল শহর পরিক্রমা করে আনন্দবাজার হাটতলা এলাকায় জমায়েত হয়। ঝালদা শহর তৃণমূলের কার্যকরী সভাপতি সোমনাথ কর্মকার ও যুব তৃণমূলের সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শহর জুড়ে ব্যাঙের ছাতার মতো অবৈধ মদের ঠেক গজিয়ে উঠেছে। এর শিকার হচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। দিনান্তে অল্প আয়ের অনেকটাই তাঁরা ঠেকে খরচ করে ফেলেন। তার প্রভাব পড়ে সংসারে। তাই বাধ্য হয়ে মহিলারা পথে নেমেছে।’’

Advertisement

অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় কাশীপুরের নপাড়া এলাকায় পুলিশ একটি সচেতনতা শিবিরের আয়োজন করে। সাধারণ মানুষকে আইন হাতে তুলে না নেওয়ার জন্য সচেতন করা হয় শিবিরে। পুলিশের কাছে এলাকার মহিলাদের একাংশ মদ্যপদের উপদ্রবের অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে, অবৈধ ভাবে মদ বিক্রির অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement