—প্রতীকী ছবি।
ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিককে (বিএলআরও) হুমকি দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের তৃণমূলের নেতার বিরুদ্ধে। অভিযোগ, অবৈধ ভাবে বালি তোলার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্যই তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের রোষে পড়েছেন ওই সরকারি আধিকারিক। ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে খবর, বিএলআরও ইতিমধ্যেই বোলপুর থানায় মেল মারফত একটি অভিযোগ দায়ের করেছেন। যদিও এ নিয়ে ওই সরকারি আধিকারিক প্রকাশ্যে কিছু বলতে চাননি।
অবৈধ ভাবে বালির তোলার অভিযোগ ওঠায় সম্প্রতি রায়পুর সুপুর অঞ্চলের পুরুষোত্তমপুর বালিঘাটে হানা দেন বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা। ওই দফতর সূত্রে খবর, অভিযানে দেখা যায়, অবৈধ ভাবে বালি তোলা হচ্ছে। পরে সেই বালি নিয়ে যাওয়া হচ্ছে শহরে। এর পরেই বেশ কয়েকটি ট্র্যাক্টর আটক করেন সরকারি আধিকারিকেরা। অভিযোগ, সেই ঘটনার পরেই বিএলআরও-কে হুমকি দিতে থাকেন সুদীপ্ত।
তৃণমূল নেতা অবশ্য সেই সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘এ বিষয়ে জেলাশাসকের সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে।’’ বিএলআরও প্রকাশ্যে কিছু বলেননি। তাঁর কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘এটা সরকারি বিষয়। এটা নিয়ে এ ভাবে কিছু বলে দেওয়া সম্ভব নয়।’’ প্রসঙ্গত, অবৈধ ভাবে বালি তোলার অভিযোগ নিয়ে বৃহস্পতিবার বোলপুর মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বামেরা।