TMC Party Office

ফুটপাথে তৃণমূলের পার্টি অফিস: অনুব্রত ফ্যান ক্লাব! ব্যানারে শুধু মমতার ছবি, ঠাঁই হল না অভিষেকের

সিউড়ি বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় তৈরি হয়েছে তৃণমূলের ওই পার্টি অফিস। সোমবার সেটির উদ্বোধন করেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। ব্যানারে তৃণমূলনেত্রীর ছবি থাকলেও সেখানে ঠাঁই হল না অভিষেকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ২১:১৮
Share:

সিউড়িতে ফুটপাথ দখল করে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিসের ব্যানার। —নিজস্ব চিত্র।

ফুটপাথ বেদখল হয়ে যাওয়া নিয়ে সম্প্রতি বেশ কয়েক বার ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সিউড়িতে সেই ফুটপাথ দখল করেই গড়ে উঠল তৃণমূলের পার্টি অফিস। নাম দেওয়া হল ‘অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব’! ঘটনাচক্রে, ব্যানারেও তৃণমূলনেত্রী মমতার ছবি। তবে সেখানে ঠাঁই হল না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

সিউড়ি বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় তৈরি হয়েছে তৃণমূলের ওই পার্টি অফিস। সোমবার সেটির উদ্বোধন করেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সেখানে বিকাশ বলেন, ‘‘অনুব্রত মণ্ডলেরনামে অনেকেই কুৎসা রটাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে লড়াই করবে অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব।’’

কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে ফুটপাথ দখলমুক্ত করার বার্তা দিয়েছেন, সেখানে কী ভাবে ফুটপাথের উপর পার্টি অফিস তৈরি করা হল, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এ প্রসঙ্গে বিকাশ বলেন, ‘‘নির্দেশ রয়েছে, ফুটপাথে তিন ফুটের মধ্যে দোকান করা যাবে। পাঁচ ফুট করা যাবে না। সেই নিয়ম মেনেই এই দলীয় কার্যালয় তৈরি হয়েছে।’’

Advertisement

এই বিতর্কের আবহে পার্টি অফিস ভেঙে ফেলার দাবি জানিয়েছে বিজেপি। দলের জেলা সহ-সভাপতি বাবন দাস বলেন, ‘‘আমরা আবেদন করব যাতে, যত দ্রুত সম্ভব পার্টি অফিস ভেঙে ফেলা হয়। না হলে এক সময়ে মানুষই ক্ষিপ্ত ভেঙে ফেলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement